This Article is From Jan 14, 2020

নির্বিঘ্নে অঙ্গস্থাপন‌ের জন্য হাসপাতালে পৌঁছতে রাজ্য সরকার আনছে Green Corridor App

জানা গিয়েছে, শহরের কয়েকটি সরকারি হাসপাতালে পরীক্ষামূলক স্তরে এটি শুরু করা হবে। একবার পরীক্ষায় সফল হলেই রাজ্যব্যাপী এটা চালু করে দেওয়া হবে।

Advertisement
অল ইন্ডিয়া Edited by (with inputs from PTI)

গ্রিন করিডর গড়তে জিপিএস সহায়ক মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করা হচ্ছে।

শহরে (Organ Transplantation In Kolkata) বাড়ছে অঙ্গ প্রতিস্থাপনের (Organ Transplantation) ঘটনা। গত দু'বছরে সংখ্যাটা অনেকটাই বেড়েছে। এবার রাজ্য সরকার দূষণ নিয়ন্ত্রণ বোর্ড ও কলকাতা পুলিশের সমন্বয়ে এমন এক সেট আপ তৈরি করতে চাইছে যাতে আগামী দিনে অঙ্গ প্রতিস্থাপনের সময় গ্রিন করিডর (Green Corridor) তৈরি করে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছনো সম্ভব হয়। এক বর্ষীয়ান পুলিশ আধিকারিক জানিয়েছেন, গ্রিন করিডরের রুটের একটা স্কেচ তৈরি করা হচ্ছে। পাশাপাশি এক জিপিএস সহায়ক মোবাইল অ্যাপ্লিকেশনও তৈরি করা হচ্ছে। 
ওই আধিকারিক বলেন, ‘‘আমরা দেখেছি সম্প্রতি অঙ্গ প্রতিস্থাপন‌ের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এবার কলকাতা পুলিশ গ্রিন করিডরের সেট আপ তৈরি করতে যাতে রোগীদের বা দানকৃত অঙ্গ নিয়ে হাসপাতালে দ্রুত পৌঁছনো সম্ভব হয়। ওই করিডরের লক্ষ্যই থাকবে রোগীদের সম্ভাব্য সংক্ষিপ্ততম সময়ে হাসপাতালে পৌঁছে দেওয়া।''  

তিনি আরও জানান, অ্যাম্বুল্যান্সগুলিকে হুটার বাজাতে হবে না। বরং অন্যান্য যানবাহনকে গতি নিয়ন্ত্রণে রাখতে বাধ্য করা হবে। এর ফলে শব্দ দূষণও হবে না। // তিনি জানিয়ে দেন, কলকাতা পুলিশ খুব শিগগিরি ওই অ্যাপটি আনতে চলেছে। এর সাহায্যে অ্যাম্বুল্যান্স চালক, চিকিৎসক ও রোগীর আত্মীয়দের পক্ষে পিক আপ পয়েন্ট ও গন্তব্যে পৌঁছতে পারবেন। জিপিএসের সাহায্যে অ্যাম্বুল্যান্সের যাত্রা স্বচ্ছন্দ হওয়া সম্ভব হবে বলে তিনি জানান।

জানা গিয়েছে, শহরের কয়েকটি সরকারি হাসপাতালে পরীক্ষামূলক স্তরে এটি শুরু করা হবে। একবার পরীক্ষায় সফল হলেই রাজ্যব্যাপী এটা চালু করে দেওয়া হবে।

Advertisement

ওই পুলিশ আধিকারিক বলেন, ‘‘ওই অ্যাপটি খুবই উপকারী হতে চলেছে। প্রাথমিক প্রস্তাবে ঠিক হয়েছে কলকাতা পুলিশের কন্ট্রোল রুম পুরো প্রক্রিয়াটি নজরে রাখবে। কেবল চিকিৎসক ও রোগীর পরিবারই নয়, অ্যাম্বুল্যান্স চালকের কাছেও ওই মোবাইল অ্যাপ থাকবে।''


 



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement
Advertisement