গ্রেটা থুনবার্গের আশঙ্কা তিনিও করোনা আক্রান্ত। (ফাইল)
হাইলাইটস
- গ্রেটা থুনবার্গের আশঙ্কা, সম্ভবত করোনায় আক্রান্ত হয়েছেন তিনি
- আশঙ্কার কথা জানিয়ে পোস্ট করেন তিনি
- তিনি ও তাঁর বাবা সম্প্রতি ইউরোপে গিয়েছিলেন
সুইডেনের পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ জানিয়েছেন, সম্ভবত তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি জলবায়ু কর্মী হিসেবে পরিচিত। জলবায়ুর পরিবর্তন মোকাবিলায় অবিলম্বে পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তিনি। সেই গ্রেটা সম্প্রতি একটি ইনস্টাগ্রামে এক পোস্টে জানান, তিনি ও তাঁর বাবা প্রথম ইউরোপ সফর সেরে ফেরার পরে নিজেদের আইসোলেশনে রেখেছেন। গ্রেটা আরও জানান, তাঁরা দু'জনেই অসুস্থতা অনুভব করছেন। কাঁপুনির পাশাপাশি গলাব্যথাও রয়েছে। পাশাপাশি ক্লান্তিও অনুভব করছেন তাঁরা।
করোনা ভাইরাসে আক্রান্ত এবার ব্রিটেনের যুবরাজ চার্লস
এই পরিস্থিতিতে দু'সপ্তাহের জন্য নিজেকে আলাদা করে নিয়েচেন। তিনি জানাচ্ছেন, ‘‘করোনা ভাইরাসের কোনও পরীক্ষা আমার উপর হয়নি। কিন্তু যা লক্ষণ, মনে হচ্ছে আমিও এর কবলে পড়েছি।''
নিজের পোস্টে তরুণ প্রজন্মকে এই ভাইরাসের বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করার আর্জি জানান।
২১ দিনের লকডাউন শুনেই হুড়োহুড়ি, দোকানে দোকানে ভিড়-ঠেলাঠেলি: ১০ তথ্য
১৭ বছরের গ্রেটা জলবায়ু বাঁচানোর অভিযান করে বিশ্বখ্যাত হয়েছেন। রাষ্ট্রসংঘের শীর্ষবৈঠকে বিশ্বনেতাদের সামনে তাঁর বলিষ্ঠ বক্তব্য রাতারাতি তাঁকে গোটা বিশ্বের কাছে পরিচিত করে তোলে।