Read in English
This Article is From Mar 11, 2019

ছাদনাতলায় টলছে বর, বিয়ে ভেস্তে দিলেন বিহারের কনে

বিয়ের অনুষ্ঠানে ঠিকমতো দাঁড়িয়েও কোনও আচার আচরণ পালনই করতে পারছিলেন না পাত্র বাবলু কুমার। পাত্রকে রীতিমতো টলতে দেখে নববধূ সেখানেই সিদ্ধান্ত নেন বিয়ে করবেন না এই লোকটিকে। দুই পরিবারই রিঙ্কি কুমারীকে বুঝিয়ে সুঝিয়ে বিয়ের পিড়িতে বসানোর চেষ্টা করলেও রাজি হননি তিনি।

Advertisement
অল ইন্ডিয়া (with inputs from Agencies)

দুই পরিবারই রিঙ্কি কুমারীকে বুঝিয়ে সুঝিয়ে বিয়ের পিড়িতে বসানোর চেষ্টা করলেও রাজি হননি তিনি।

ছাপড়া, বিহার :

বিয়ের ছাদনাতলায় বসে টলছে বর, আশপাশ সম্বন্ধে হুঁশ নেই বেহদ্দ মাতাল বরের। এমন অবস্থাতেই সটান বিয়ে বাতিল করে দিলেন নববধূ। বিহারের দুমরির ওই নববধূ রিঙ্কি কুমারীর বিয়ে ছিল শনিবার। মন্ডপে মাতাল বরকে টলতে দেখেই বছর কুড়ির পাত্রী বলেন এই বিয়ে কোনওমতেই করবেন না তিনি।

পাত্রীর বাবা ত্রিভুবন শাহ বলেন, “বর এতই মাতাল ছিল যে সে আশেপাশের সম্পর্কে একদম অজ্ঞাত ছিল। বর বিয়ের মঞ্চেই খারাপ আচরণ করছিল, তাই আমার মেয়ে ওকে বিয়ে করতে অস্বীকার করে।" 

রবিবার সকালে ১৪৯ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল ইথিওপিয়ার বিমান

Advertisement

আত্মীয়স্বজনের অভিযোগ, দুমরি চাপিয়া গ্রামে অনুষ্ঠিত ওই বিয়ের অনুষ্ঠানে ঠিকমতো দাঁড়িয়েও কোনও আচার আচরণ পালনই করতে পারছিলেন না পাত্র বাবলু কুমার। পাত্রকে রীতিমতো টলতে দেখে নববধূ সেখানেই সিদ্ধান্ত নেন বিয়ে করবেন না এই লোকটিকে। দুই পরিবারই রিঙ্কি কুমারীকে বুঝিয়ে সুঝিয়ে বিয়ের পিড়িতে বসানোর চেষ্টা করলেও রাজি হননি তিনি।

গ্রামবাসীরা অবশ্য পত্রপাঠ পাত্রপক্ষকে বিদায় দেয়নি। রিঙ্কির বাবা-মায়ের কাছ থেকে যৌতুক হিসাবে যত টাকা নিয়েছিল পাত্রের পরিবার সবটুকু ফেরত নেওয়া হয়েছে কড়ায় গণ্ডায়।

Advertisement

বিহারে ২০১৬ সালে মদ নিষিদ্ধ করা হয়েছিল (In Bihar, liquor was banned in 2016), তবু এ রাজ্যে এই ধরনের ঘটনা অস্বাভাবিক নয়। জানুয়ারিতেই, নালন্দা জেলার এক নববধূ বিয়ের আসরে মাতাল বর ও তাঁর বন্ধুদের দেখে বিয়েতে নিমরাজি হয়। গ্রামবাসীরা স্থানীয় পুলিশকে জানালে বরকে গ্রেপ্তার করা হয়।

ইথিওপিয়ার বিমান দুর্ঘটনায় মৃত্যু ১৫৭ জনের, মৃতদের মধ্যে রয়েছেন ৪ ভারতীয়

Advertisement

বিহারের নীতিশ কুমার সরকার দাবি করেছে যে, রাজ্যে এই নিষেধাজ্ঞা সফল হয়েছে। কিন্তু সমাজ কর্মীদের অভিযোগ অবৈধভাবে এখনও মদ বিক্রি করা হয়। ২০১৬ সালের এপ্রিল মাসে এই নিষেধাজ্ঞা আইন প্রণয়ণের সময় নীতিশ কুমার সরকারের উপ মুখ্যমন্ত্রী ছিলেন তেজস্বী যাদব। বর্তমান বিরোধী দলীয় নেতা তেজস্বী গোটা বিষয়টির সমালোচনা করে একে সরকারের ব্যর্থতা বলেই মন্তব্য করেছেন।

Advertisement