This Article is From May 10, 2018

বিজয় মালিয়াকে 'পলাতক' আখ্যা দেওয়া যেতে পারে : ব্রিটিশ আদালত

ব্রিটেনের এক আদালত জানিয়েছে যে, শিল্পপতি বিজয় মালিয়াকে 'আইনের থেকে পলাতক' আখ্যা দেওয়া যেতে পারে.

বিজয় মালিয়াকে 'পলাতক' আখ্যা দেওয়া যেতে পারে : ব্রিটিশ আদালত

বিজয় মালিয়াকে পলাতক আখ্যা

হাইলাইটস

  • 1988 সালের পর থেকে মালিয়া এনআরআই বলে দাবি করছে আদালত
  • বিজয় মালিয়ার বিরুদ্ধে ভারতের অর্থ তছরুপের অভিযোগ
  • তিনি দাবি করেন যে তাঁর বিরুদ্ধে অভিযোগগুলি "রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত"
 লন্ডন: ব্রিটেনের এক আদালত জানিয়েছে যে, শিল্পপতি বিজয় মালিয়াকে 'আইনের থেকে পলাতক' আখ্যা দেওয়া যেতে পারে. এই শিল্পপতির ভারতে প্রতারণা এবং মানি লন্ডারিং-এর মামলা সামনে এসেছে. 

হাইকোর্টের জজ অ্যান্ড্রু হেনশো মালিয়া সম্পর্কে বলেছেন যে, 'জালিয়াতিমূলক আর্থিক ব্যাঘাত' ঘটানোর পরে ভারত থেকে পালিয়েছেন তিনি. তাই তিনি মালিয়ার চরম বিরোধিতা করেছেন. উল্লেখ যোগ্য যে, জজ অ্যান্ড্রু হেনশো তাঁর রায়ে জানিয়েছেন যে, ভারতের আদালত একেবারেই ঠিক তথ্য দিয়েছিল, ভারতের 13 টি ব্যাংক 1.55 বিলিয়ান পাউন্ড ফেরত দেওয়ার পত্র পাঠিয়েছে. 

ভারতের 13 টি ব্যাংক বিজয় মালিয়ার কাছ থেকে 1.55 বিলিয়ন পাউন্ডের বেশি উসুল করার জন্য একটা মামলা দায়ের করেছিল. জজ নিজের রায় হিসাবে জানিয়েছেন, ''ওপরের সমস্ত বিষয়ের দিকে নজর দিয়ে বিজয় মালিয়াকে পলাতক খেতাব দেওয়া যায়.' মালিয়ার ওপর ভারতের কোটি-কোটি টাকা তছরুপের  আরোপ আছে.এই বিষয়টি সামনে আসার পরেই তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছিলেন.  

.