একটি গবেষণার মতে, এক তৃতীয়াংশেরও বেশি মানুষ (35 শতাংশ) কখনও নিজের স্মার্টফোন পরিষ্কার করেননি
নিউ দিল্লি: যদি আপনি মনে করেন টয়লেট সিটই সবচেয়ে নোংরা, সব থেকে বেশি জীবাণু আছে একমাত্র টয়লেট সীটেই- তাহলে, আপনি ভুলই ভাবছেন। হাতে ধরা স্মার্টফোনটির দিকে একবার তাকান আপনার এই ভুল ভেঙে যাবে অচিরেই। একটি গবেষণায় প্রকাশিত যে, স্মার্টফোনের স্ক্রিনে টয়লেটের সিটের চেয়েও তিন গুণ বেশি জীবাণু পাওয়া যায়।
ইংল্যান্ডের পোর্টসমাউথের একটি গ্যাজেট বীমা প্রদানকারী, ইন্সিউরেন্স2গো এর একটি গবেষণার মতে, এক তৃতীয়াংশেরও বেশি মানুষ (35 শতাংশ) ওয়াইপস বা টিস্যু বা পরিষ্কার কোনও তরল বা অনুরূপ কোনও জিনিস দিয়ে কখনও নিজের স্মার্টফোন পরিষ্কার করেননি।
"টয়লেট সিটের তুলনায়স্মার্টফোনের স্ক্রিনে তিনগুণ বেশি ক্ষতিকর জীবাণু পাওয়া গেছে", জানিয়েছে স্কাইডটকম।
গবেষণায় বলা হয়, প্রতি কুড়ি জন স্মার্টফোন ব্যবহারকারীর মধ্যে মাত্র একজনকে পাওয়া গেছে যিনি ছ’মাসে একবার তাঁর ফোন পরিষ্কার করেছেন।
গবেষণার জন্য, গবেষকরা তিনটি স্মার্টফোন - আইফোন 6, স্যামসাং গ্যালাক্সি 8 এবং গুগল পিক্সেলকে বেছে নিয়েছিলেন।
ফলাফল দেখিয়েছে যে ফোনগুলির সব জায়গাতেই বিভিন্ন পরিমাণে ব্যাকটিরিয়া পাওয়া গিয়েছে।
তবে স্মার্টফোনের স্ক্রিন জীবাণুতে ঠাসা, যার থেকে ত্বকের সমস্যা এবং অন্যান্য স্বাস্থ্যগত সমস্যাও দেখে দিতে পারে।
মোট তিনটি হ্যান্ডসেটের স্ক্রিনগুলির প্রতি বর্গ সেন্টিমিটারে 254.9 কলোনি সৃষ্টিকারী ইউনিট পাওয়া গিয়েছে যার মানে হল প্রতিটি স্ক্রিনে গড়ে 84.9 টি ইউনিট ছিল জীবাণুর।
"উল্টোদিকে, একটি টয়লেট এবং ফ্লাশে মাত্র 24 টি ইউনিট পাওয়া গেছে, অফিস কীবোর্ড এবং মাউসে পাওয়া গেছে মাত্র পাঁচটি ইউনিট।"
স্মার্টফোনের পিছনে গড়ে 30 ইউনিট, লক বাটনটিতে গড়ে 23.8 ইউনিট এবং হোম বাটনের গড়ে 10.6 টি ইউনিট পাওয়া গিয়েছে।
উত্তরদাতাদের এক তৃতীয়াংশেরও বেশি দাবি করেছে যে তারা দীর্ঘদিন ধরে তাদের ফোনগুলি পরিষ্কার করেননি।
"আমাদের ফোন আমাদের থেকে দূরে প্রায় থাকেই না। আমরা আমাদের সাথে সর্বত্রই তাদের নিয়ে যাই। তাই, এটা অনিবার্য যে তাতে জীবাণু থাকবেই", বলেন ইন্সিওরেন্স টু গো-এর বিক্রয় ও বিপণন ব্যবস্থাপক গ্যারি বেস্টন।
পাঁচজন প্রাপ্তবয়স্কের মধ্যে দুইজন (40 শতাংশ) ঘুম থেকে ওঠার পাঁচ মিনিটের মধ্যেই তাদের ফোনে চোখ রাখে। 35 এর নিচে বয়স এমন মানুষের মধ্যে 65 শতাংশই তাই করেন। 37 শতাংশ প্রাপ্তবয়স্করা তাদের ফোনের লাইট বন্ধ হওয়ার আগেই প্রতি পাঁচ মিনিটে ফোন চেক করেন।
Click for more
trending news