This Article is From Dec 01, 2018

পাকিস্তানের প্রকাশকদের বইমেলায় আনতে ইমরানকে চিঠি লিখল গিল্ডের

পাকিস্তানের প্রকাশকদের প্রথমবার কলকাতা বইমেলায় নিয়ে আসতে আগেই  উদোগ নিয়েছিল গিল্ড।

পাকিস্তানের প্রকাশকদের বইমেলায় আনতে ইমরানকে চিঠি লিখল গিল্ডের

কলকাতা আন্তর্জাতিক বইমেলা এখন কার্যত উৎসবের চেহারা  নিয়েছে।

হাইলাইটস

  • পাকিস্তানের প্রকাশকদের প্রথমবার কলকাতা বইমেলায় আসবেন ?
  • প্রধানমন্ত্রী ইমরান খানকে চিঠি লিখল বইমেলার আয়োজক কমিটি
  • ৩০ জানুয়ারি মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী
কলকাতা:

পাকিস্তানের প্রকাশকদের প্রথমবার কলকাতা বইমেলায় নিয়ে আসতে আগেই  উদোগ নিয়েছিল গিল্ড। এবার সরাসরি  সে দেশের প্রধানমন্ত্রী ইমরান খানকে চিঠি লিখল বইমেলার আয়োজক কমিটি। সংবাদ সংস্থা  আইএএনএসকে  গিল্ড সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় টেলিফোনে বলেন,  গত ২৮ তারিখ আমরা  ইমরান খানকে চিঠি  লিখেছি। তাঁর  হস্তক্ষেপ চেয়েছি। আশা করি এত বছরের ইতিহাসে এই  প্রথম পাকিস্তান থেকে প্রকাশকরা কলকাতায় আসবেন। তিনি জানান সে দেশের ছটি প্রকাশনা সংস্থা  মেলায় আসার ব্যাপারে  আগ্রহ দেখিয়েছে। তাই  শেষমেশ পাক প্রধানমন্ত্রীকে চিঠি লেখা হয়েছে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের তরফে।

 

তাহলে কি এবার কলকাতা বইমেলায় পা রাখতে চলেছে পাকিস্তান?

 

কলকাতা আন্তর্জাতিক বইমেলা এখন কার্যত উৎসবের চেহারা  নিয়েছে। ময়দান থেকে ঠিকানা বদলে আগে বাইপাসের ধারে  মিলন মেলায় বসে  বইমেলার আসর। গত বছর সেটা  হয়নি। এবারও হবে না। মিলন মেলায় সংস্কারের কাজ চলায় এবারও  বিধাননগরের সেন্ট্রাল পার্কে হবে বইমেলা। ১২ দিনের এই উৎসবের  জন্য সারা বছর অপেক্ষা করে থাকে  কলকাতা। এ বার ৩০ জানুয়ারি মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। এবারের থিমকান্ট্রি গুয়েতেমালা। এছাড়া বিট্রেন, আমেরিকা,রাশিয়া, চিন, জাপান সহ ১১টি  লাতিন আমেরিকার দেশও অংশ নেবে মেলায় । ত্রিদিব চট্টোপাধ্যায় জানান,পাকিস্তানের প্রকাশকদের কলকাতায় নিয়ে আসতে সে দেশের একটি সংগঠনের সঙ্গে  যোগাযোগ  করেছিল গিল্ড। কিন্তু জবাব না পেয়েই ইমরানকে চিঠি লিখেন তাঁরা।     

                

.