Read in English
This Article is From Nov 23, 2018

বল্লভ ভাই প্যাটেলের পর বিরাট বুদ্ধ মূর্তি পেতে পারে গুজরাট

সভাপতির দাবি চিনা পর্যটকদের লেখা থেকে  যেভাবে  নালন্দা এবং তক্ষশীলার উল্লেখ পাওয়া  যায়  তেমনি এটাও জানা যায়  গুজরাটের  ভাবনাগড়েও বল্লভি নামে এক বিশ্ববিদ্যালয় ছিল

Advertisement
অল ইন্ডিয়া

গান্ধিনগরে তৈরি হতে চলা  মূর্তিটির উচ্চতা হবে ৮০ ফুট

Highlights

  • বল্লভ ভাই প্যাটেলের পর বিরাট বুদ্ধ মূর্তি পেতে পারে গুজরাট
  • ভগবান বুদ্ধের মূর্তি তৈরি করতে চলেছে সংখ্যকায়া নামে একটি সংগঠন
  • গান্ধিনগরে তৈরি হতে চলা মূর্তিটির উচ্চতা হবে ৮০ ফুট
আমেদাবাদ :

সর্দার বল্লভ ভাই প্যাটেলের ১৮২ মিটার উচু মূর্তির পর এবার আরও এক  বিরাট মূর্তি পেতে পারে গুজরাট। ভগবান বুদ্ধের মূর্তি তৈরি করতে চলেছে   সংখ্যকায়া নামে একটি  সংগঠন। ভগবান  বুদ্ধের মতাদর্শ চর্চার কাজ করে  চলা এই সংস্থা বৃহস্পতিবার জানায় মূর্তি তৈরি করতে সরকারের থেকে জমি চাওয়া  হয়েছে। গান্ধিনগরে তৈরি হতে চলা  মূর্তিটির উচ্চতা হবে ৮০ ফুট। বল্লভ ভাইয়ের মূর্তি নির্মাণ করা রাম সুতারকেই বুদ্ধ মূর্তি নির্মাণের দায়িত্ব দিতে চায় এই সংস্থা। তাদের আশা  জমির  ব্যবস্থাও দ্রুত হয়ে যাবে।

জম্মু কাশ্মীরের অনন্তনাগে এনকাউন্টারে মৃত ছয় জঙ্গি

সভাপতি ভান্তে পারশিল রত্ন  আমেদাবাদে সাংবাদিকদের বলেন শুধু মূর্তি নয় এ রাজ্যে ভগবান বুদ্ধকে নিয়ে চর্চা করতে বিশ্ব বিদ্যালয় নির্মাণ করতে চান তাঁরা। গৌতম বুদ্ধের কর্মক্ষেত্র হিসেবে অনেকেই বিহারের কথা  বলেন। কিন্তু এই সংগঠন মনে করে উত্তর প্রদেশ এবং  উত্তর গুজরাটের বিভিন্ন জায়গাও ভগবান  বুদ্ধের স্মৃতি বহন করছে।

Advertisement

চিন্দাওয়ারাতে আসন চেয়েছিলেন মায়া,মধ্যপ্রদেশে কংগ্রেস- বিএসপি জোট না হওয়া নিয়ে মত কমলনাথের

সভাপতির দাবি চিনা পর্যটকদের লেখা থেকে  যেভাবে  নালন্দা এবং তক্ষশীলার উল্লেখ পাওয়া  যায়  তেমনি এটাও জানা যায়  গুজরাটের  ভাবনাগড়েও বল্লভি নামে এক বিশ্ববিদ্যালয় ছিল।

Advertisement

এক নজরে আজকের সকালের বিশেষ বিশেষ খবর গুলি দেখে নিন:

Advertisement