নয়া দিল্লি: শীতের দিনে গরম গরম গুলাব জামুন (Gulab Jamun)! আহহহ... এক কামড়েই তুরীয় দশা যেন। যাঁরা মিষ্টির পোকা তাঁদের কাছে এই মিষ্টি অতুলনীয়। তা বলে বড়া পাওয়ের (Vada Pao) পুর এই মিষ্টি ! ভাজির বদলে! ছবি দেখে ব্যাপারটা খায় না মাথায় দেয় ভাবতে শুরু করেছেন অনেকেই। আর ফিউশনপ্রেমীরা তো ভাইরাল করে দিয়েছেন এমন 'বেনজির' খাবারের ছবি। তবে মহারাষ্ট্রে (Maharashtra) কিন্তু মারাত্মক হিট এই নয়া খাবার।
অভাবে মাত্র দেড় বছর বয়সেই বেলুনওয়ালা! দেখেই বুকে জড়ালেন নুসরত
অবিশ্যি ছবি দেখে লোভ লাগবে আপনারও। একটা পাত্রে বড়া পাও। তার বুকের ভেতর থেকে উঁকিঝুঁকি তুলতুলে নরম আর গরম গুলাব জামুনের। চোখে দেখেই চাখার আগে মন্তব্যের পাহাড় কমেন্ট বক্সে। দেখুন কারা, কী বলছেন---
দেখুন ছবি:
এক খাদ্যরসিকের আর্তি, ''এভাবে স্বাদ নষ্ট করবেন না বড়া পাওয়ের!''.
আরেকজন লিখেছেন, ''এতেই বলে ডাব্বার খানা ''.
অন্যজনের মত, ''এমনি এমনই কি ভাইরাল হয়েছে! আমি তো স্বাদ নিয়েই ছাড়ব।''.
কেউ কেউ GIF শেয়ার করে বলেছেন, ''খাবার নিয়ে সমাজে যা হচ্ছে ঠিক হচ্ছে মা।''.
যদিও এই ধরনের ফিউশন খাবার এর আগেও ভাইরাল হয়েছে সোশ্যালে। একঘেয়েমি থেকে সবাইকে বের করে আনতেই নতুন খাবার তৈরির প্ল্যান মাঝেমধ্যেই শেয়ার হয় ট্যুইটে। আর একদম হটকে কিছু পেলে, তাকে নিয়ে চর্চা করতে কে ছাড়ে!
Click for more
trending news