পুলবামা জেলার ত্রল অঞ্চলে চলে এই গুলির লড়াই।
নিউ দিল্লি: সন্ত্রাসবাদ-বিরোধী হানা আজ বেশ কয়েকদিন বাদে এক ইতিবাচক বাঁক নিল। ভারতীয় সেনার সঙ্গে গুলির লড়াইতে জম্মু ও কাশ্মীরের পুলবামা জেলাতে প্রাণ হারাল ছ'জন জঙ্গি। এই গুলির লড়াইতে প্রাণ হারাল কাশ্মীরের অন্যতম কুখ্যাত জঙ্গি জাকির মুসা।
ফের গ্রেনেড হামলা জম্মু-কাশ্মীরের পুলবামাতে সিআরপিএফ ক্যাম্পে
দক্ষিণ কাশ্মীর জেলার অবন্তীপুরের আরাম্পোরা গ্রামে এই গুলির লড়াই শুরু হয়েছিল। নির্দিষ্ট সূত্র থেকে খবর পেয়ে চারদিক ঘিরে দিয়ে নিরাপত্তাবাহিনী জঙ্গিদের খোঁজে তল্লাশি আরম্ভ করে। ওই তল্লাশি চলাকালীনই জঙ্গিরা গুলি ছুঁড়তে শুরু করে। শুরু হয় দু'পক্ষের মধ্যে তুমুল গুলির লড়াই।
ব্যাপক তল্লাশি চলছে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায়
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে বহু স্বয়ংক্রিয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।
দেখুন ভিডিও: