This Article is From Jan 31, 2019

হাইওয়েতে লিফট দিয়ে সর্বস্ব কেড়ে নেওয়া ডাকাতদলকে গ্রেফতার করল পুলিশ

জেরার মুখে জানা গিয়েছে এই দলটি নিজেদের কাজ চালাত দিল্লি-গুরগাঁও এক্সপ্রসেওয়েতে। রাজীব চক, শঙ্কর চকের মতো জায়গায় যারা গাড়ির জন্য অপেক্ষা করত, তাদেরই মূলত 'পাখির চোখ' করত এই দলটি। 

হাইওয়েতে লিফট দিয়ে সর্বস্ব কেড়ে নেওয়া ডাকাতদলকে গ্রেফতার করল পুলিশ

দিল্লি-গুরগাঁও এক্সপ্রেসওয়েতে সক্রিয় ছিল গ্যাং'টি।

গুরগাঁও:

হাইওয়ের ধারে দাঁড়িয়ে রয়েছেন আপনি। আচমকা সামনে দাঁড়িয়ে পড়ল একটি চলন্ত গাড়ি। আপনি বহুক্ষণ ধরে কিছু পাচ্ছিলেন না। গাড়িটি পেয়ে ধড়ে প্রাণ এল। আপনাকে লিফট দিতে চাইল গাড়ির চালক ও সঙ্গীরা।আপনি উঠে পড়লেন নির্দ্বিধায়।  তারপরই শুরু হত আসল খেলা। যেন পুরো বলিউডের ক্রাইম ছবির হিট দৃশ্য। যে বা যারা আপনাকে তাদের গাড়িতে জায়গা দিল একটু আগে, তারাই আপনার সর্বস্ব কেড়ে নিয়ে ওই হাইওয়ের ধারেই গাড়ি দাঁড় করিয়ে খানিকক্ষণ বাদেই ফেলে চলে যাবে আপনাকে। এই দলটিকে মঙ্গলবার রাতে গ্রেফতার করল গুরগাঁও পুলিশ। চারজনের দলটিতে ধৃতদের নাম- ভানুপ্রতাপ, রোহিত, রাহুল এবং দীপক। খেরকিধৌলা থানায় তাদের নামে ডাকাতি, চুরি এবং অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, তাদের কাছ থেকে এক দেশি পিস্তল, ছ'টি কার্তুজ এবং একটি ওয়াগন আর গাড়ি উদ্ধার করা হয়েছে।

গোয়েন্দা সংস্থা শুধু কেন্দ্রেরই নেই, আমাদের কাছেও কিন্তু সিআইডি আছে, হুঁশিয়ারি মমতার

জেরার মুখে জানা গিয়েছে এই দলটি নিজেদের কাজ চালাত দিল্লি-গুরগাঁও এক্সপ্রসেওয়েতে। রাজীব চক, শঙ্কর চকের মতো জায়গায় যারা গাড়ির জন্য অপেক্ষা করত, তাদেরই মূলত 'পাখির চোখ' করত এই দলটি। 

পুলিশ জানায়, একেবারে ফাঁকা একটি জায়গায় নিয়ে গিয়ে কপালে বন্দুক ঠেকিয়ে নগদ টাকাপয়সা থেকে শুরু করে সোনাদানা, ডেবিট ও ক্রেডিট কার্ড তাদের পিননম্বর সব নিয়ে নিত তারা।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.