গুরু নানক জয়ন্তীর আগেই কর্তারপুর করিডোর উদ্বোধন করেন PM Modi
নয়া দিল্লি: শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক দেবের ৫৫০ তম জন্মবার্ষিকীতে গুরু নানক জয়ন্তীর (Guru Nanak Jayanti 2019) শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। তিনি টুইট করেন, "আজ, শ্রী গুরু নানক দেব জির ৫৫০ তম আবির্ভাব তিথি। এই বিশেষ দিন (Guru Nanak Jayanti) উপলক্ষে সকলকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। এই দিনটিতে আমাদের কাছে গুরু নানক দেবের ন্যায়বিচারকে পাথেয় করে সমাজের জন্যে দেখা তাঁর স্বপ্নকে বাস্তবায়নের জন্য নিয়োজিত করার দিন"। ৯ নভেম্বর কর্তারপুর করিডোর উদ্বোধনের সময় তাঁর ভাষণের ভিডিওটিও তিনি টুইটের সঙ্গে দিয়ে দিন।
"গুরু নানক দেব আমাদের সত্যিকারের মূল্যবোধের সঙ্গে বেঁচে থাকার গুরুত্ব শিখিয়েছিলেন এবং সততা ও আত্মবিশ্বাসের ভিত্তিতে এগিয়ে যাওয়ার পথও দেখিয়েছিলেন", ভিডিওটিতে উল্লেখ করেছেন তিনি ।
দেশের উপ রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুও মাইক্রো ব্লগিং সাইটের মাধ্যমে মানুষকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, "গুরু নানক দেব জির ৫৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দেশের জনগণকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই"।
কর্তারপুর সাহিব গুরুদ্বারের সঙ্গে গুরু নানক কেন জড়িত? জন্মজয়ন্তীতে জেনে নিন
গুরু নানক দেব ভারতকে আধ্যাত্মিক নীতিশাস্ত্রের এক উজ্জ্বল পথ দেখিয়েছেন বলে মনে করেন উপ-রাষ্ট্রপতি । তিনি বলেন যে নানক সত্যিই সাধারণ মানুষের পক্ষে আধ্যাত্মিক সত্যকে সহজেই বোধগম্য করে ধর্মকে গণতান্ত্রিক উপায়ে সকলের কাছে পৌঁছে দিয়েছিলেন।
"গুরু নানক দেব জি সন্তুষ্টি ও সিদ্ধি দিয়ে জীবনযাপন করার নৈতিক উপায় শিখিয়েছিলেন। তিনি সত্য, মমত্ববোধ এবং ন্যায়ের প্রতীক ছিলেন। এই শুভ দিনে আমি মনে করি গুরু নানক দেব জির দেখানো জ্ঞান ও মানবতার পথের মাধ্যমেই আরও সুন্দর, শান্তিপূর্ণ ও সহানুভূতিশীল বিশ্ব গড়ে তোলা সম্ভব হবে, এর জন্য়েই প্রার্থনা করুন", গুরু নানক জয়ন্তীর উপলক্ষে অন্য একটি টুইটে লেখেন ভেঙ্কাইয়া নাইডু।
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং টুইটারে লেখেন, "আমি শ্রী গুরু নানক দেব জির ৫৫০ তম জন্ম জয়ন্তীর শুভ তিথি উপলক্ষে তাঁকে প্রণাম জানাই।"
কংগ্রেস নেতা রাহুল গান্ধি এবং প্রিয়াঙ্কা গান্ধি ভদরাও গুরু নানক দেবকে শ্রদ্ধা জানিয়েছেন। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজালও এই শুভদিনে মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং লেখেন, "যিনি জীবনের মধ্য দিয়ে মানবতা, শান্তি, সুখ এবং মঙ্গলের বার্তা ছড়িয়েছেন এমন মহান শিক্ষককে শ্রদ্ধা" ।
কর্তারপুর করিডোরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদি, রওনা হল তীর্থযাত্রীদের প্রথম দল
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াও এই দিনে গোটা জাতিকে শুভেচ্ছা জানিয়েছেন।
গুরু নানক দেব ছিলেন শিখ ধর্মের প্রতিষ্ঠাতা এবং দশ শিখ গুরুদের মধ্যে প্রথম গুরু। গুরুপূর্ণিমা উপলক্ষে সারা ভারতেই জাতীয় ছুটি পালন করা হয়। এই দিনটি আসলে গুরু নানক দেবের শিক্ষাগুলি স্মরণ করার একটি দিন। গুরু নানক দেবের শিক্ষাগুলি শিখদের পবিত্র গ্রন্থ 'গ্রন্থ সাহেব'-এ লিপিবদ্ধ রয়েছে । ৭০ বছর বয়সে প্রয়াত হওয়ার আগে তিনি গুরু অঙ্গদকে তাঁর উত্তরসূরি হিসাবে নিযুক্ত করে যান।