Guru Purnima 2019: শুভ দিনের শুভ বার্তা
নিউ দিল্লি: সমস্ত ঈশ্বরের আগে গুরু। গুরুর কৃপা পেলে ধুয়ে যায় জীবনের সমস্ত পাপ। গুরুর আশীর্বাদে জীবনে হয় শ্রীবৃদ্ধি। কথিত আছে, মহাভারত রচয়িতা বেদব্যাস (Ved Vyas) নাকি আষাঢ় মাসের শুক্লপক্ষে জন্মেছিলেন। তাঁকে স্মরণ করতেই মঙ্গলবার দিন সারা দেশে সাড়ম্বরে পালিত হচ্ছে গুরুপূর্ণিমা (Guru Purnima)। গুরুপূর্ণিমার দিনে আশ্রমে, মঠে, গুরুকে স্মরণ করে সারাদিন চলে নাম-কীর্তন। ভোগ দেওয়া হয় গুরুকে। এই বিশেষ দিনে রইল কিছু বিশেষ মেসেজ (Guru Purnima Messages)-----
গুরু গোবিন্দজিকে সশ্রদ্ধ প্রণাম।
গুরুজির নামে জয়।।
গুরুপূর্ণিমায় আন্তরিক শুভ কামনা
গুরু মঙ্গলময়,
তিনি অমূল্য,
গুরুর কৃপা অতুলনীয়,
গুরু সর্বশ্রেষ্ঠ,
শুভ গুরুপূর্ণিমা
ভালো-মন্দ শিখিয়ে দেন গুরু,
সত্যি-মিথ্যের পার্থক্যও বুঝিয়ে দেন,
চলার পথের সব সমস্যা সরিয়ে সহজ করে দেন গুরু!!
শুভ গুরুপূর্ণিমা
গুরু বিনা জ্ঞান নেই,
জ্ঞান ছাড়া আত্মা নেই,
ধ্যান-জ্ঞান-ধৈর্য আর কর্ম,
সবই গুরুর দান!!
শুভ গুরুপূর্ণিমা
শুধু অক্ষর জ্ঞান-ই নয়, গুরু জীবনের শিক্ষাও দেন,
গুরুর দেওয়া মন্ত্র জপেই ভবসাগর পার সম্ভভ !!
গুরুপূর্ণিমায় আন্তরিক শুভ কামনা
গুরুর নাম-কীর্তন করে উদ্ধার হয় শিষ্য गुरु की महिमा है अगम, गाकर तरता शिष्य,
আগামী দিন দেখে আজকের ভবিষ্যত গড়ে দেন গুরু !!
গুরুপূর্ণিমায় আন্তরিক শুভ কামনা
গুরু জ্ঞানের সাগর,
ব্রক্হ্মা-বিষ্ণু-মহেশ্বরের সমতুল্য !!
গুরুপূর্ণিমায় আন্তরিক শুভ কামনা
মা-বাবা পৃথিবীতে এনেছিন,
জীবনপথে চলতে শেখান গুরু,
সেই শিক্ষা উনি দেন !!
শুভ গুরুপূর্ণিমা
আপনাকে দেখেই শিখেছি, জেনেছি,
আপনাকেই জীবনের পাথেয় করেছি,
সবকিছুই শিক্ষাদাতা আপনি,
কলমের গুরুত্বও আপনার থেকে শিখেছি !!
গুরুপূর্ণিমায় আন্তরিক শুভ কামনা
আজ পুণ্য গুরুপূর্ণিমা,
গুরুকে জানাই প্রণাম,
গুরু আমায় আশীর্বাদ করুন,
আপনার পায়েই জীবন সমর্পণ করলাম
শুভ গুরুপূর্ণিমা
Click for more
trending news