This Article is From Sep 04, 2019

২৩০০০ জরিমানা দিয়ে ১৫০০০-এর স্কুটি কেন ফেরত পেতে চান চালক?

গাড়ির চালক দীনেশ মদন NDTV -কে জানিয়েছে, ''আমার হেলমেটটা আমরা হাতে ছিল, তাই আমাকে হেলমেট না থাকার জরিমানা করা হয়েছে...''

হাইলাইটস

  • ১৫০০০ -এর স্কুটি ২৩০০০ -এর চলান!
  • স্কুটির বর্তমান দাম ১৫০০০ থেকে ১৮০০০ হবে
  • চালান কাটার পর NDTV কে কি বললেন দীনেশ
নিউ দিল্লি:

মঙ্গলবার গুরুগ্রামে এক স্কুটি চালককে পাঁচটি চালান কাটে পুলিশ, যার জন্য তাকে জরিমানা স্বরূপ ২৩০০০ টাকা দিতে হবে। চালকের মতে তার স্কুটির বর্তমান মূল্য ১৫০০০ -এর মতো হবে। অর্থাৎ তাকে যে টাকা জরিমানা করা হয়েছে তার চেয়ে স্কুটির দাম কম। গাড়ির চালক দীনেশ মদন NDTV -কে জানিয়েছে, ''আমার হেলমেটটা আমরা হাতে ছিল, তাই আমাকে হেলমেট না থাকার জরিমানা করা হয়েছে। আমার কাছে স্কুটির কোনো কাগজপত্র ছিল না, আমি তাড়াহুড়োতে কাগজপত্র রাখতে ভুলে যাই। পুলিশের লোকেরা সেই সময় অতিরিক্ত ব্যস্ত থাকার জন্য হয়তো তারা আমার কথা গুলি ঠিক মতো শোনেনি।''

স্কুটি চালকের মাথায় চালানের বজ্রাঘাত, ১৫০০০-এর স্কুটিতে ২৩০০০-এর জরিমানা!

দীনেশ আরোও জানিয়েছেন, ''আমি হোয়াটস্যাপ-এ আমার আরসি কপির ছবি চেয়ে পাঠিয়েছিলাম, কিন্তু তা আসার মধ্যেই আমার চালান কাটা হয়ে যায়। আদালতের কাছে আমার একটাই আর্জি, আমার জরিমানা যতটা সম্ভব কম করা হোক। আমি নিজের ভুল স্বীকার করছি, আর আদালত আমাকে যা বলবে, আমি তাই পালনা করব।  আজকের পর গাড়িতে সমস্ত কাগজপত্র রাখব এবং সর্বদা হেলমেট পরেই স্কুটার চালাব।'' 

চালান কাটার পর শিরনামে আসেন দীনেশ, ''আমি আজকাল আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছি। কিন্তু এমন আলোচনা যেন কাউকে নিয়ে না হয়, আমি সেটাই চাইব। আমি ২০১৫ সালে এই স্কুটিটা কিনেছিলাম। এখন এর দাম ১৫০০০ থেকে ১৮০০০ হবে।  কিন্তু আমি নিজের জরিমানা দিতে প্রস্তুত।  আমি ভাবতে পারতাম যে স্কুটির দাম ১৫০০০ থেকে ১৮০০০ -র বেশি হবে না, তার জন্য ২৩০০০ কেন দেব? কিন্তু আমার মনে হয় যদি আমি এমন কাজ করি তাহলে অন্যের কাছে সেটা ভুল বার্তা প্রেরণ করবে।'' 

প্রসঙ্গত মঙ্গলবার গুরুগ্রামে মাথায় হেলমেট না থাকার জন্য ও সেই সহ উপযুক্ত কাগজ-পত্র না দেখতে পারার কারণে সব মিলিয়ে দীনেশকে ২৩০০০ টাকার চালান কাটা হয়।  তার স্কুটিটি পুলিশ উঠিয়ে নিয়ে গেছে। 

Video: ১৫০০০ -এর স্কুটি ২৩০০০ -এর চলান!

Click for more trending news


.