Agencies | Monday June 18, 2018, গুয়াহাটি
সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্য মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঠিক এই ভাবেই গোটা প্রকল্পটি সকলের সামনে তুলে ধরে। তার সাথে তিনি এটাও জানান, সরকার এবং টাটা একযোগে রাজ্যে আরো 19টি স্বাস্থ্য কেন্দ্র তৈরী করবে যেটা সরাসরি DiNC দেখাশোনা করবে। প্রযুক্তিকে কাজে লাগিয়ে এবার মানুষ রাজ্যের যে কোনো প্রান্ত থেকে নিজের শারীরিক অবস্থা ডাক্তাদের সাথে ভাগ করে নিতে পারবে।