শিলাবৃষ্টির ধাক্কায় নষ্ট হল ৬০ কোটির আম।
গত সপ্তাহের শিলাবৃষ্টিতে (Hailstorm) মালদায় (Malda) নষ্ট হল ৬০ কোটি টাকার আম (Mango)! সোমবার একথা জানিয়েছেন এক সরকারি আধিকারিক। বহু প্রজাতির আমের বৈচিত্রের জন্য বিখ্যাত মালদা। জেলার ৩১,০০০ হেক্টর জমিতে আমের ফলন হয়। গত ১৯ ও ২০ এপ্রিলের শিলাবৃষ্টিতে বহু আম নষ্ট হয়ে গিয়েছে। ৬০,০০০ ম্যাট্রিক টন ল্যাংড়া, গোপালভোগ ও লক্ষ্মীভোগ আম নষ্ট হয়েছে বলে জানাচ্ছেন ‘উদ্যান ও খাদ্য প্রক্রিয়াকরণ বিভাগ'-এর সহকারী ডিরেক্টর রাহুল চক্রবর্তী।
নষ্ট হওয়া আমের মূল্য প্রায় ৬০ কোটি টাকা বলে জানান তিনি। বছরে ৬০০ কোটি টাকার আম উৎপাদিত হয় মালদায়। এবারের শিলাবৃষ্টিতে জেলার গুরুত্বপূর্ণ আম উৎপাদনকারী অঞ্চল ইংলিশ বাজার, পুরনো মালদা, রাতুয়া ১ ও ২, কালিয়াচক ২-এর আম ক্ষতিগ্রস্ত হয়েছে।
উপরোক্ত আম ছাড়াও এখানে ফজলি ও ক্ষীরসাপাটি আমও খুব বিখ্যাত। জেলার সাড়ে চার লক্ষ মানুষ আম ব্যবসার সঙ্গে যুক্ত।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)