This Article is From Feb 10, 2020

"বাংলাদেশের অর্ধেক ফাঁকা হয়ে যাবে ...": CAA প্রসঙ্গে বললেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষান রেড্ডি

Citizenship Amendment Act: কংগ্রেসের মতো দলগুলি বাংলাদেশ ও পাকিস্তান থেকে আসা অনুপ্রবেশকারীদের জন্যেও ভারতীয় নাগরিকত্ব চায়, অভিযোগ তাঁর

টিআরএস, এআইএমআইএম সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে ভোট ব্যাংক রাজনীতি করছে, অভিযোগ করেন G Kishan Reddy (ফাইল চিত্র)

হাইলাইটস

  • সিএএ নিয়ে জোর সওয়াল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষান রেড্ডির
  • "সিএএ তে মুসলিমদেরও নাগরিকত্ব দেওয়া হবে বলা হলে বাংলাদেশ ফাঁকা হয়ে যাবে"
  • "শরণার্থী এবং অনুপ্রবেশকারী, দুটি বিষয় এক নয়", বলেন ওই কেন্দ্রীয় মন্ত্রী
হায়দরাবাদ:

ভারতীয় নাগরিকত্ব পাওয়া যাবে, এই কথা জানলে এখনই বাংলাদেশের অর্ধেক মানুষ ওই দেশ ছেড়ে এদেশে চলে আসবেন, বললেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষান রেড্ডি। হায়দরাবাদে সন্ত রবিদাস জয়ন্তী অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় রেড্ডি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও-এর উদ্দেশ্যে বলেন যে সংশোধিত নাগরিকত্ব আইন (CAA) কীভাবে দেশে বসবাসরত ১৩০ কোটি ভারতীয়ের বিরুদ্ধে ছিল? "ভারত যদি বলে তাঁদের (বাংলাদেশি) নাগরিকত্ব দেবে তাহলে বাংলাদেশের (Bangladesh) জনসংখ্যা অর্ধেক হয়ে যাবে। নাগরিকত্বের প্রতিশ্রুতি দেওয়া হলে অর্ধেক বাংলাদেশি ভারতে চলে আসবেন। তাঁদের দায়িত্ব কে নেবেন? কেসিআর? নাকি রাহুল গান্ধি ?", প্রশ্ন করেন তিনি (G Kishan Reddy)। "ওঁরা অনুপ্রবেশকারীদেরও নাগরিকত্ব চাইছেন। ঠিক আছে, প্রয়োজনে ভারত সরকার সিএএ (Citizenship Amendment Act) পর্যালোচনা করতেও প্রস্তুত", বলেন ওই কেন্দ্রীয় মন্ত্রী।

পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানে ধর্মীয় নিপীড়নের শিকার হওয়া যেসব হিন্দু নাগরিকরা ২০১৫ সালের আগে ভারতে আশ্রয় নিয়েছেন তাঁদের নাগরিকত্ব দেওয়ার জন্যেই সিএএ আনা হয়েছে এই কথা আরও একবার উল্লেখ করে তিনি বলেন, কয়েকটি রাজনৈতিক দল দাবি করছে যে ওই সব দেশের মুসলমানদেরও ভারতীয় নাগরিকত্ব দেওয়া হোক। এই পরিপ্রেক্ষিতেই কেন্দ্রীয় মন্ত্রী টিআরএস এবং তার "বন্ধুত্ব দল" এইআইএমআইএমএর বিরুদ্ধে ভোট ব্যাংক রাজনীতি করার অভিযোগ আনেন।

“শুধুমাত্র সাম্প্রদায়িক রাজনীতি...”, নাগরিকত্ব আইনের জেরে দল ছাড়লেন বিজেপি নেতা

"আমি টিআরএসকে অনুরোধ করছি। আমি মুখ্যমন্ত্রীকেও (কেসিআর) অনুরোধ করছি। এমনকি আমি দেশের মুখ্যমন্ত্রীকে এও চ্যালেঞ্জ জানাচ্ছি যে প্রয়োজনে তিনি প্রমাণ করে দেখান যে দেশের ১৩০ কোটি নাগরিকের মধ্যে একজন ব্যক্তিও সংশোধিত নাগরিকত্ব আইনের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন কিনা", এই কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

শরণার্থী ও অনুপ্রবেশকারী, এই দুটি বিষয় পুরোপুরি আলাদা, এঁদের সঙ্গে কখনোই এক রকম আচরণ করা উচিত নয় এই কথাও উল্লেখ করেন তিনি। পাশাপাশি তাঁর অভিযোগ, কংগ্রেসের মতো দলগুলি বাংলাদেশ ও পাকিস্তান থেকে আসা অনুপ্রবেশকারীদের জন্যেও ভারতীয় নাগরিকত্ব চায়।

ট্যাক্সিতে উঠে CAA বিরোধী কথা বলায় যাত্রীকে সোজা পুলিশের হাতে তুলে দিলেন উবর চালক!

ওই কেন্দ্রীয় মন্ত্রীর মতে, কিছু শরণার্থী গত ৪০ বছর ধরে ভারতে কোনও সুযোগ-সুবিধা এবং ভোটার আইডি, আধার বা রেশন কার্ড ছাড়াই বাস করছেন। তাঁদের কথা ভেবেই মানবিক পদক্ষেপ নিয়েছেন কেন্দ্রের মোদি সরকার, বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষান রেড্ডি।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.