আসন্ন লোকসভা নির্বাচনে খরচ হতে পারে এক লক্ষ কোটি টাকা। বিষয়টির সঙ্গে যুক্ত দুটি সূত্র থেকে এই খবর জানা গিয়েছে।
হাইলাইটস
- আসন্ন লোকসভা নির্বাচনে খরচ হতে পারে এক লক্ষ কোটি টাকা
- নতুন সরকারকেই আর্থিক দায়-দায়িত্ব নিতে হবে
- তিনটি রাজ্যের বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছে বিজেপি
নিউ দিল্লি: আসন্ন লোকসভা নির্বাচনে খরচ হতে পারে এক লক্ষ কোটি টাকা। বিষয়টির সঙ্গে যুক্ত দুটি সূত্র থেকে এই খবর জানা গিয়েছে। নির্বাচন মিটে যাওয়ার পর যে নতুন সরকার তৈরি হবে তাকেই আর্থিক দায়-দায়িত্ব নিতে হবে। একই সঙ্গে বাজেট ঘাটতি পূরণ হতেও বাড়তি সময় লাগবে। কৃষক অসন্তোষের মতো কারণে তিনটি রাজ্যের বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছে বিজেপি। এরপরও সমীক্ষা বলছে প্রধানমন্ত্রী হওয়ার অন্যদের থেকে এগিয়ে আছেন নরেন্দ্র মোদী। কিন্তু অপ্রতিরোধ্য হিসেবে নিজের যে ভাবমূর্তি তিনি তুলে ধরেছিলেন তা আর নেই। এমতাবস্থায় নির্বাচনের আগে প্রচার থেকে শুরু করে অন্য খাতে খরচের পথে হাঁটছে মোদী সরকার। এরই মধ্যে পরের মাসের ১ তারিখ বাজেট পেশ করতে চলেছে সরকার। তাতে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা সরাসরি টাকা পাঠিয়ে দেওয়ার মতো সিদ্ধান্ত ঘোষণা হতে পারে। সরকারি স্তর সেই খবরই মিলেছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সে কথা বিলপত্র ছাপিয়ে জানিয়েও দেওয়া হবে। এই বাজেটে আর্থিক ঘাটতির পরিমাণ ৩.৩ শতাংশই রাখতে চায়।
তৃণমূলের সমাবেশঃ রাত থেকেই নিরাপত্তার চাদরে ঢাকা পড়ছে শহর
নির্বাচনে পরাজয়ের পর একাধিক পদক্ষেপ করেছে সরকার। বেশ কয়েকটি ছোট ব্যবসাকে জিএসটির আওতার বাইরে নিয়ে যাওয়া হয়েছে। একই সঙ্গে বহু টাকা খরচ করে কলেজে আসন সংখ্যা বাড়ার কথাও জানাবে মোদী সরকার। মানে এখানেও খরচ হবে অনেক টাকা। কংগ্রেসের মতে এ সবই হারের ভয় থেকে করছে প্রশাসন। দলের মুখপাত্র গৌরব বল্লভ বলেছেন নির্বাচনে হারের আতঙ্ক থেকেই এ ধরনের পদক্ষেপ করছে সরকার।