हिंदी में पढ़ें
This Article is From Apr 13, 2020

পয়লা... কিন্তু একলা নয়! দুর্দিনে নতুন দিনের বার্তা আনুক বাংলা নববর্ষ

মহামারীতে মুমূর্ষু দেশ যাতে নতুন বছরে নতুন আলো, নতুন দিশা দেখতে পায় তারই শুভেচ্ছা পাঠান প্রিয়জনকে

Advertisement
অফবিট Edited by

Baisakhi 2020: দুর্দিনে শুভ বার্তা আনুক পয়লা বৈশাখ

নয়া দিল্লি:

বাঙালির চৈত্র সংক্রান্তি ১৩ এপ্রিল। এদিন গোটা চৈত্রমাস যাঁরা শিবের উপোস করে থাকেন এদিন গাজন উৎসব পালন করেন। কলকাতা সহ সারা পশ্চিমবঙ্গে মেলা বসে চড়কের। সেখানে গাজন সন্ন্যাসীরা শূলে বিদ্ধ হন। জিভে, কানের লতিতে, সারা শরীরে শলাকা বিদ্ধ করেন। এই দিন কাটলেই পরের দিন, ১৪ এপ্রিল বাংলার নতুন বছর (Bengali New Years 2020)। নতুন পোশাক পরে, ইষ্টদেবতার আরাধনা করে, বিভিন্ন দোকানে হালখাতা করে, ভরপেট পেটপুজো করে দিনটি পালন করেন আপামর বাঙালি। এবছর লকডাউনে বন্দি বাংলা এভাবেও হয়ত পারবে না বর্ষবরণ করতে।

প্রভু যিশুকে স্মরণ বালির মূর্তিতে, লকডাউন মানার আর্জি সুদর্শন পট্টনায়েকের

আগের দিন, এর্থাৎ ১৩ এপ্রিল শিখদের নতুন বছর (Baisakhi)। এছাড়াও এই দিনে, তাঁদের শেষ গুরু গোবিন্দ সিং (Guru Gobind Singh) খালসা পন্থ প্রতিষ্ঠা করেছিলেন। এ কারণে, বৈশাখীর এই উৎসব (বৈশাখী ২০২০) শিখদের কাছে আরও গুরুত্বপূর্ণ। গুরুদ্বারগুলি সাজানোর পাশাপাশি এই দিনে নগর কীর্তন করা হয়। লোকেরা ভাঙড়া নাচেন। একই সময়ে, পাঞ্জাব এবং হিমাচলে এই দিনটিকে রবি শস্য কাটার দিন হিসাবে বিবেচনা করা হয়। বৈশাখী চলাকালীন নতুন রবি শস্য রান্না করা হয় যা বিতরণ করা হয় পুরো এলাকা। মহামারীতে মুমূর্ষু দেশ যাতে নতুন বছরে নতুন আলো, নতুন দিশা দেখতে পায় তারই শুভেচ্ছা পাঠান প্রিয়জনকে---

Advertisement

তাড়াতাড়ি ঘুম ভাঙুক আজ
ভালো পোশাক গায়ে থাক,
বন্ধুদের জানান শুভেচ্ছা
শুভ নববর্ষ!

নতুন শস্যের ঘ্রাণে,
আশা মন টানে,
জীর্ণ, পুরাতন যাক মুছে যাক
নতুন বছর আশার বাণী শোনাক,
ভালো হোক তোমার, সবার!
Happy Baisakhi!!!

Advertisement

তোমার মুখে হাসি

মনে বাজায় বাঁশি

Advertisement

এই হাসি থাকুক অমলিন
Happy Baisakhi

Advertisement

নতুন বছর, নতুন দিন

সবার মুখে হাসির ঝলক

Advertisement

খুশিতে ভেজা চোখের পলক

শুভ বার্তা আনুক এদিন

শুভ নববর্ষ, বছরের পয়লা দিন

ঈশ্বরের পীঠস্থানে

প্রভুর নামগানে

ভরে থাক মনপ্রাণ

নববর্ষে সবাই সমান

সাজ থাকুক, সজ্জাও

মনে থাকুক খুশি

নতুন বছরে তাই তো

সবাইকে ভালোবাসি

ভালো থাকুক বিশ্ব, শান্তি ফিরুক দেশে

খুশিতে, আনন্দে উঠুক সবাই হেসে

সমদ্ধিতে উপচে উঠুক তোমার, আমার ঘর

সবাইকে শুভ নববর্ষ, আপন হোক বা পর।

Advertisement