This Article is From Oct 06, 2019

অষ্টমীতে মাতলেন অভিনেত্রী কোয়েল মল্লিক, দেখুন ভবানীপুরের মল্লিকবাড়ির পুজো

durga ashtami: কলকাতার অভিজাত পরিবারের পুজোর (Kolkata's Durgapuja) মধ্যে অন্যতম মল্লিকবাড়ির পুজো, রঞ্জিত মল্লিক নিজে থেকে তত্ত্বাবধান করেন এই পুজোর

অষ্টমীতে মাতলেন অভিনেত্রী কোয়েল মল্লিক, দেখুন ভবানীপুরের মল্লিকবাড়ির পুজো

Kolkata's Durgapuja: কলকাতার অভিজাত পরিবারগুলিও মেতেছেন দুর্গাপুজোয়, অষ্টমী পুজোয় যোগ দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

কলকাতা:

প্রতিবছরই কলকাতার (Kolkata's Durgapuja) ভবানীপুরের মল্লিক বাড়ির পুজোর দিকে নজর থাকে সব্বার। এবারেও এই বাড়ির পুজো কলকাতার বনেদি বাড়ির পুজো গুলির মধ্যে অন্যতম আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে। মল্লিক বাড়ির (Bhawanipur Mallick bari) এই পুজোয় নিজে দাঁড়িয়ে থেকে গোটা বিষয়টি সামলান অভিনেতা তথা মল্লিক বাড়ির কর্তা রঞ্জিত মল্লিক। পাশাপাশি পুজোর এক কয়েকটা দিন অভিনেত্রীর ইমেজ ছেড়ে একেবারে ঘরের মেয়ের মতো পরিবারের পুজো উপভোগ করেন অভিনেত্রী কোয়েল মল্লিকও। অষ্টমী পুজোতেও (Durga Ashtami) সবার সঙ্গে একেবারে ঘরোয়া মেজাজে দেখা গেল টলিউডের মিতিন মাসিকে (Koyel Mallick)। 

8onhgu2g

ভবানীপুরের মল্লিক বাড়ির পুজো, বাড়ির পুজোয় ঘরোয়া সাজে কোয়েল মল্লিকও।

জানা যায়, ১৯০০ সালে নবাব হুসেন শাহের আমলে  শুরু হয় মল্লিক বাড়ির এই পুজো। তারপর থেকে ঐতিহ্য মেনে প্রতিবছরই এই পুজো হয়ে আসছে। বাড়ির কর্তা তথা অভিনেতা রঞ্জিত মল্লিক জানিয়েছেন, কলকাতায় এই পুজো শুরু হয়েছে ১৯২১ সাল থেকে।

Durga Ashtami 2019: একডালিয়া এভারগ্রিনের পুজোয় দর্শনার্থী টানছে সাবেকি দুর্গাপ্রতিমা

lupvu1s

প্রতিদিন এখানে নিজে উপস্থিত থেকে বাড়ির পুজোর তত্ত্বাবধান করেন রঞ্জিত মল্লিক

পুজোর কটা দিন মল্লিক বাড়ির পুজোয় থাকে খাওয়া দাওয়ার আয়োজন।  সপ্তমী, অষ্টমী, নবমী এই তিনদিনই মল্লিক বাড়ির পুজোয় নিরামিষ খাওয়া দাওয়া হয়। আর দশমীতে খাওয়ার পাতে অবশ্যই যে পদটি উপস্থিত থাকে তা হল চচ্চড়ি। এই পদটি খেয়েই আমিষ পদ খাওয়া শুরু করেন পরিবার ও আমন্ত্রিতরা। পাশাপাশি মল্লিক বাড়ির কর্তা রঞ্জিত মল্লিক জানিয়েছেন, অষ্টমীতে সমস্ত রীতি নীতি মেনে এখানে কুমারী পুজোও করা হয়।

Durga Ashtami 2019: দুর্গাপুজোর অষ্টমীতে অন্য রূপে প্রণব মুখোপাধ্যায়

1ohtea1

পুজোয় প্রতিদিন আসেন আমন্ত্রিতরা, পারিবারিক এই পুজোতে রোজই থাকে খাওয়া দাওয়ার ব্যবস্থা। 

এবারের দুর্গাপুজোতেই রিলিজ করেছে মল্লিক বাড়ির সদস্য এবং অভিনেতা রঞ্জিত মল্লিকের মেয়ে কোয়েল মল্লিকের মিতিন মাসি ছবিতে। কিন্তু ভবানীপুরের এই পুজোতে গেলে আপনি দেখতে পাবেন কতটা ঘরোয়া মেজাজে এই কটা দিন নিজের বাড়ির পুজো উপভোগ করেন বাংলা ছবির ব্যস্ততম নায়িকা কোয়েল। টলিউডের অভিনেত্রীর সবার সঙ্গে আড্ডা, হাসি, মজাতেই কেটে যায় দুর্গাপুজোর দিনগুলো।

oq83a0o8সকলের সঙ্গে জমিয়ে আড্ডা দেন মল্লিক বাড়ির মেয়ে কোয়েল মল্লিক। 

সবমিলিয়ে জমজমাট ভবানীপুরের মল্লিক বাড়ির পুজো।

ঐতিহ্যে অমলিন মহেন্দ্রনাথ শ্রীমানী বাড়ির দুর্গাপুজোর ভিডিও দেখুন: 

.