Friendship Day 2019: বন্ধুকে পাঠান বন্ধুত্বের শুভেচ্ছা
নয়া দিল্লি: বাংলার লোকগান 'বন্ধু বিনে প্রাণ বাঁচে না' আজ কি বেশি করে মনে পড়ছে? হবেই তো, রাত পোহালই যে আগামীকাল, রবিবার বন্ধুত্বকে (relationship day) আরেকবার নতুন করে ঝালিয়ে নেওয়ার দিন! ফ্রেন্ডশিপ ডে (Friendship Day) উদযাপনে তাই কাছের বন্ধুকে রকমারি উপহার তো দেবেনই। কিন্তু সক্কাল সক্কাল ঘুম ভেঙেই এই বিশেষ দিনকে মনে পড়াতে পাঠিয়ে দিন এই ১১ শুভেচ্ছাবার্তা (Happy Friendship Day) মুঠোফোনে। যা পড়ে বন্ধু সারাদিন যাতে অনুভব করতে পারেন, শুধু আপনিই তাঁর সেরা বন্ধু---
Happy Friendship Day: কবি স্যামুয়েল টেলর কোলেরিজের কোট
"ভালোবাসা যেন আধফোটা ফুল; বন্ধুত্ব তাকে বটগাছের মতোই ছায়া দেয়." - স্যামুয়েল টেলর কোলেরিজ
"ছেলেবেলার বন্ধু অদ্বিতীয়, তার কোনও জুড়িদার নেই" - লিসা হোয়েলচেল
"সেই বন্ধুই সেরা বন্ধু যার বন্ধুত্বের স্বাদ চকোলেটের মতোই মিষ্টি "
"প্রকৃত বন্ধুই একমাত্র তোমার গায়ে ময়লা লাগলে ডেকে সজাগ করে দেয়" -সিসিলিয়ান প্রোভার্ব
"সবাই তোমার সঙ্গে গাড়িতে বসে আরামে যেতে চাইবে। আসল বন্ধু সে-ই যে গোটা বাস তোমার জন্য নিয়ে আসবে। যাতে গাড়ি ব্রেক ডাউন হলেও তোমার গতি স্তব্ধ না হয়। এভাবেই প্রকৃত বন্ধু সুখে-দুঃখে সব সময় পাশে থাকে।" - ওপারহ উইনফ্রে
"সবাই এখানে তোমার চেনা, একমাত্র অচেনা প্রকৃত বন্ধু। যাকে চেনা সত্যিই খুব কষ্ট" - ইয়েটস
"পুরনো বন্ধু যেন ঈশ্বরের আশীর্বাদ। যে তোমার বোকামিও মাপ করে দেয় নিজগুণে।" - রালফ ওয়ালডো ইমারসন
"প্রকৃত বন্ধু বোকামিটাও একা করতে দেয় না!."
"আসল বন্ধু তারাই যারা মন থেকে জানতে চায়, তুমি কেমন আছ? আর কান পেতে অপেক্ষা করে থাকে তোমার উত্তর শোনার জন্য।" - ইডি কানিংহাম
"সবাই যখন চলে যায় তখনও পাশে থেকে যায় প্রকৃত বন্ধু" - ওয়ালটার উইনচেল
Happy Friendship Day: আমেরিকার সাহিত্যিক হেলেন কেলারের বাণী
"আলোয় একলা হাঁটার চেয়ে বরং বন্ধুর সঙ্গে অন্ধকারে পথ হাঁটাই আমার কাছে শ্রেয়." - হেলেন কেলার
ঝটপট এই শুভেচ্ছা বার্তার কোনও একটি পাঠিয়ে দিন বন্ধুকে।