জম্মু ও কাশ্মীর সংক্রান্ত কেন্দ্রীয় সিদ্ধান্তের সমর্থনে লোকসভায় বক্তব্য রেখে প্রধানমন্ত্রীর তারিফ পাওয়া লাদাখের সাংসদ এবার নাচলেন স্বাধীনতা দিবসে
হাইলাইটস
- জামায়াং তাসেরিং নামগিয়ালকে স্বাধীনতা দিবসে নাচতে দেখা যায়
- রীতিমতো অন্যদের নেতৃত্ব দিয়ে নাচতে দেখা যায় তাঁকে
- লোকসভায় তাঁর বক্তব্যের তারিফ করেন প্রধানমন্ত্রী মোদি
নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদার অবসান (Article 370) করার বিষয়ে কেন্দ্রীয় সরকারের বিতর্কিত সিদ্ধান্তের সমর্থনে লোকসভায় বক্তব্য রাখার পর রাতারাতি জনপ্রিয় হয়ে যাওয়া লাদাখের (Ladakh) বিজেপি সাংসদ জামায়াং তাসেরিং নামগিয়ালকে (Jamyang Tsering Namgyal) এবার দেশের ৭৩ তম স্বাধীনতা দিবসে (Independence Day) নাচতে দেখা গেল। ওই বিজেপি সাংসদদের লোকসভায় বক্তব্যের পর তাঁকে তারিফ করেন খোদ দেশের প্রধানমন্ত্রী (Prime Minister) নরেন্দ্র মোদি । তারপর থেকেই রাজনীতির চর্চায় রয়েছেন তিনি। এবার স্বাধীনতা দিবস উদযাপনে ওই বিজেপি সাংসদের নাচ ক্যামেরাবন্দি করল সংবাদসংস্থা এএনআই।
"সমস্ত ভারতীয়কে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, জয় হিন্দ", ট্যুইট প্রধানমন্ত্রী মোদির
টুইটারে পোস্ট করা ২৮-সেকেন্ডের সংক্ষিপ্ত ভিডিওটিতে, নামগিয়ালকে সানগ্লাস এবং বাদামী 'গাউচা' (পুরুষদের জন্য লাদাখের ঐতিহ্যবাহী পোশাক) পরে নাচতে দেখা যায় তাঁকে (Jamyang Tsering Namgyal)। শুধু তাই নয় তাঁর সঙ্গীদের নাচের ক্ষেত্রেও রীতিমতো নেতৃত্ব দিতে দেখা গেছে লাদাখের বিজেপি সাংসদকে।
জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদার অবসানে সরকারের বিতর্কিত সিদ্ধান্তের সমর্থনে লোকসভায় বক্তব্য রাখার পরে সোশ্যাল সাইটে জনপ্রিয় হন ৩৪ বছরের সাংসদ জামায়াং তাসেরিং নামগিয়াল।
বিজেপি নেতা (Jamyang Tsering Namgyal) তাঁর ভাষণে, ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদে (Article 370) (একটি "অস্থায়ী বিধান" যা জম্মু-কাশ্মীরকে তার নিজস্ব সংবিধান এবং পতাকা প্রদানের অনুমতি সহ স্বায়ত্তশাসিত মর্যাদা দেয়) এবং লাদাখের "অনুন্নয়ন"-এর জন্য কংগ্রেসকে দায়ী করেন।
তিনি (Jamyang Tsering Namgyal) আরও বলেছিলেন যে ন্যাশনাল কনফারেন্সের ওমর আবদুল্লা এবং পিপলস ডেমোক্রেটিক পার্টির মেহবুবা মুফতি এই পদক্ষেপের প্রতিবাদ করেন কারণ তাঁরা এই রাজ্যটিকে তাঁদের "পারিবারিক ব্যবসা" হিসাবে গণ্য করেছিলেন। এই পদক্ষেপটি বাস্তবায়িত হলে ওই দুটি পরিবার তাঁদের চাকরি হারাবে বলেও তিনি জানান।
তাসেরিং নামগিয়াল এই সপ্তাহের শুরুতে লাদাখ (Ladakh) ফিরে আসার পর কুচকাওয়াজের দ্বারা অভ্যর্থনা জানানো হয়েছিল।
একটি টুইট বার্তায় প্রধানমন্ত্রী (Prime Minister) মোদি লাদাখের ওই রাজনীতিবিদের বক্তব্যকে সমর্থন করেছেন এবং তিনি যেভাবে লাদাখ অঞ্চলের মানুষের আকাঙ্ক্ষার কথা তুলে ধরেছেন তার তারিফ করেন।
গণতন্ত্র ভারতের সবচেয়ে মূল্যবান সম্পদ, বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
প্রধানমন্ত্রী মোদী টুইট করেন, "আমার তরুণ বন্ধু, জামায়াং তাসেরিং নামগিয়াল, যিনি @ লাদাখের সাংসদ, লোকসভায় জম্মু ও কাশ্মীরের মূল বিলের বিষয়ে আলোচনা করার সময় এক অসামান্য বক্তব্য দিয়েছেন। তিনি লাদাখ থেকে আমাদের বোন ও ভাইদের আকাঙ্ক্ষাগুলি দারুণভাবে উপস্থাপন করেছেন। এটা সকলের শোনা উচিত," ।
পার্লামেন্টের উভয় সভায় জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদার অবসানের প্রস্তাব উত্থাপনকারী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও তাঁর (Jamyang Tsering Namgyal) মতামতকে সমর্থন করেন। তিনি টুইট করেন, "লাদাখ (Ladakh) অঞ্চল থেকে আমাদের ভাই-বোনদের আকাঙ্ক্ষাকে প্রতিবিম্বিত করে এমন সত্যের পূর্ণ বক্তব্য এটি,", লাদাখের সাংসদের বক্তব্য প্রসঙ্গে বলতে শোনা যায় তাঁকে।
পাশাপাশি অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও বিজেপি সাংসদ জামায়াং তাসেরিং নামগিয়ালের (Jamyang Tsering Namgyal) ভাষণের একইভাবে প্রশংসা করেছিলেন।