This Article is From Aug 15, 2019

"সমস্ত ভারতীয়কে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, জয় হিন্দ", ট্যুইট প্রধানমন্ত্রী মোদির

Happy Independence Day 2019: দিল্লির লাল কেল্লায় যাওয়ার কয়েক মিনিট আগে ট্যুইট করেন প্রধানমন্ত্রী "সমস্ত ভারতীয়কে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, জয় হিন্দ"।

Independence Day 2019: স্বাধীনতা দিবসে দিল্লির লাল কেল্লা থেকে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

নয়া দিল্লি:

দেশের ৭৩ তম স্বাধীনতা দিবসে (Independence Day 2019) দেশবাসীকে ট্যুইট করে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।

"সমস্ত ভারতীয়কে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, জয় হিন্দ", প্রধানমন্ত্রী মোদি (Prime Minister Narendra Modi) স্বাধীনতার দিবসের ভাষণ দেওয়ার জন্য দিল্লির লাল কেল্লায় পৌঁছনোর কয়েক মিনিট আগে ওই ট্যুইট করেন।

লাল কেল্লায় পৌঁছনোর আগে (Independence Day 2019) দিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধির সমাধিতে গিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)।

স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণ: সেরা দশ উদ্ধৃতি

এবারের স্বাধীনতা দিবসের (Independence Day 2019) ভাষণ তাঁর প্রধানমন্ত্রী (Prime Minister Narendra Modi) হিসাবে ষষ্ঠতম ভাষণ, আর দ্বিতীয়বারের মোদি সরকারের প্রথম ভাষণ।

একটি বিশেষ ডুডল তৈরি করে ভারতকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাল গুগল

আরেকটি ট্যুইটে, দেশের গোটা জাতিকে রাখিবন্ধনের শুভেচ্ছাও জানান ট্যুইটারের মাধ্যমে। "পবিত্র রাখিবন্ধন উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানাই," তিনি (Narendra Modi) ট্যুইট করেন।

.