This Article is From Mar 25, 2020

বিনামূল্যে মাস্ক ও সাবান বিতরণ শাহিদ আফ্রিদির, দেখে পোস্ট হরভজন সিংহর

ভাজ্জির টুইটটি ভাইরাল হয়েছে। এখনও পর্যন্ত পাঁচ হাজারেরও বেশি লাইক পড়েছে। ২০০-রও বেশি রিটুইট হয়েছে।

বিনামূল্যে মাস্ক ও সাবান বিতরণ শাহিদ আফ্রিদির, দেখে পোস্ট হরভজন সিংহর

শাহিদ আফ্রিদিকে দেখা গিয়েছে মাস্ক, সাবান বিতরণ করতে।

প্রাক্তন অফস্পিনার হরভজন সিংহ (Harbhajan Singh) নেটিজেনদের কাছেও খুব জনপ্রিয়। তাঁর প্রায় প্রতিটি পোস্টই ভাইরাল হয়। করোনা ভাইরাসের (CoronaVirus) মোকাবিলায় সামাজিক দূরত্ব বজায় রাখার আর্জি জানিয়েছেন ভাজ্জি। ভারত ছাড়াও বিশ্বের বহু দেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। প্রতিবেশী পাকিস্তানেও করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে। প্রাক্তন পাক ক্রিকেটার শাহিদ আফ্রিদিকে (Shahid Afridi) দেখা গিয়েছে জনতার মাঝে দাঁড়িয়ে মাস্ক ও সাবান‌ বিতরণ করতে। আফ্রিদির এহেন উদ্যোগের প্রশংসা করেছেন হরভজনও। 
তিনি সেই ছবি শেয়ার করে লেখেন, ‘‘মানবতার জন্য মহান কাজে শাহিদ আফ্রিদি। ঈশ্বর আমাদের সকলের প্রতি কৃপা করুন, আপনি আরও শক্তি পান। বিশ্বের মঙ্গলের জন্য প্রার্থনা করছি।''

ভাজ্জির টুইটটি ভাইরাল হয়েছে। এখনও পর্যন্ত পাঁচ হাজারেরও বেশি লাইক পড়েছে। ২০০-রও বেশি রিটুইট হয়েছে।

শাহিদ আফ্রিদি একটি কোলাজ ছবি টুইট করে ক্যাপশনে লেখেন, ‘‘অভাবীদের সেবার জন্য তিন দিন: দয়া করে ঘরে থাকুন। জীবাণু থেকে বাঁচার জন্য লোকদের সাবান, মাস্ক ও খাবার দিলাম। চলুন একসঙ্গে মিলে এটাকে খতম করি।''

বুধবার দেশে করোনা সংক্রমণ বেড়ে ৫৬২ হয়েছে। একজন মৃতের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ না মেলায় মৃতের সংখ্যা কমে হয়েছে ৯। পরিস্থিতির মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার রাত আটটায় জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় সম্পূর্ণ লকডাউনের কথা ঘোষণা করেন।

Click for more trending news


.