This Article is From Oct 21, 2019

Haryana Assembly Election 2019: হরিয়ানা বিধানসভা নির্বাচনে নজরকাড়া প্রার্থীদের জেনে নিন

Haryana Assembly Election: ২১ অক্টোবর হরিয়ানার ৯০ আসনে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব

Haryana Assembly Election 2019: হরিয়ানা বিধানসভা নির্বাচনে নজরকাড়া প্রার্থীদের জেনে নিন

Haryana elections 2019: ভোট গণনা ২৪ অক্টোবর।

চণ্ডীগড়:

সোমবার হরিয়ানায় বিধানসভা নির্বাচনের (Haryana Assembly Election) ভোটগ্রহণ পর্ব, লোকসভা নির্বাচনে দলের ব্যাপক জয়কে কাজে লাগিয়ে সেখানে ক্ষমতায় ফিরতে মরিয়া রাজ্যের শাসকদল বিজেপি, অন্যদিকে, প্রতিষ্ঠান বিরোধিতার পালে হাওয়া লাগিয়ে বিজেপিকে ক্ষমতাচ্যূত করতে চায় বিরোধীরা। হরিয়ানায় (Haryana) মূল লড়াই বিজেপি ও কংগ্রেসের, তবে সেখানে লড়াইয়ের ময়দানে রয়েছে জননায়ক জনতা পার্টিও। হরিয়ানা বিধানসভায় মোট আসনসংখ্যা ৯০, ১.৮৩ কোটি ভোটার, তারমধ্যে  মহিলা ভোটারের সংখ্যা ৮৫ লক্ষ, রূপান্তরকামী ভোটার ২৫২, ভোটগ্রহণের জন্য তৈরি করা হয়েছে ১৯,৫৭৮ ভোটকেন্দ্র। সকাল ৭টা থেকে শুরু ভোটগ্রহণ, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

ভোটগ্রহণকে কেন্দ্র করে হরিয়ানায় জারি করা হয়েছে কড়া নিরাপত্তা। মোট ৭৫,০০০ নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। সে রাজ্যে ভোট গণনা ২৪ অক্টোবর।

হরিয়ানা বিধানসভা নির্বাচনে প্রচারে সামিল হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ একঝাঁক নেতা, স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি সভাপতি অমিত শাহ। জম্মু ও কাশ্মীরের বিশেষ রাজ্যের  মর্যাদা  প্রত্যাহার করার মতো ইস্যুকে কাজে লাগিয়ে ব্যাপকভাবে প্রচার করা হয়েছে জাতীয়তাবাদের, পাশাপাশি বিরোধীদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা এবং দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে।

কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকারের বিরুদ্ধে অর্থনীতিকে সামাল দিতে না পারাসহ বিভিন্ন ইস্যুতে সরব হয়ে বিজেপিকে কোণঠাসা করার চেষ্টা করেছে বিরোধীরা। আর্থিক মন্দা এবং বেকারত্ত্বের জন্য সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। পাশাপাশি  নোট বাতিলের ব্যর্থতা এবং জিএসটিকে কার্যকর করা নিয়ে সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি।

হরিয়ানায় ক্ষমতা ফিরে পাওযার ব্যাপারে আশাবাদী কংগ্রেস,  অন্যদিকে, ৯০ আসনের হরিয়ানা বিধানসভায় নির্বাচনে ৭৫টিতে পদ্মফুল ফোটানের লক্ষ স্থির করেছেন মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার। হরিয়ানা বিধানসভা নির্বাচনের লড়াইযের ময়দানে ১,১৬৯জন প্রার্থী।

বর্তমানে হরিয়ানা বিধানসভায় বিজেপির বিধায়ক সংখ্যা ৪৮জন, এবং মে মাসে সমাপ্ত হওয়া লোকসভা নির্বাচনে সেরাজ্যের ১০টি আসনেই জয়লাভ করে গেরুয়া শিবির।

ভারতের জাতীয় লোকদল (INLD) থেকে বিচ্ছিন্ন হয়ে জননায়ক জনতা পার্টি তৈরি করেছেন দুষ্মন্ত চৌটালা। দলের ভিত শক্ত হবে বলে আশাবাদী তারাও। চৌটালা পরিবারের অন্তর্দ্বন্দ্বের কারণে এই দলটি তৈরি হয়েছে।

হরিয়ানা বিধানসভা ভোটের ময়দানে রয়েছে বিএসপি, আপ, আইএনএলডি-আকালি দল জোট, স্বরাজ ইন্ডিয়া এবং লোকতন্ত্র সুরক্ষা পার্টি। তবে তাদের কেউই সবকটি আসনে লড়ছে  না।

এবারের  বিধানসভা নির্বাচনে নজরকাড়া প্রার্থীদের মধ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার, (কারনাল কেন্দ্র) প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কংগ্রেসের পরিষদীয় নেতা ভুপিন্দর সিং হুডা (গড়ি সাম্পলা-কিলোই কেন্দ্র), রণদীপ  সিং সুরজেওয়ালা (কাইথাল), কিরণ চৌধুরি (তোসাম), কুলদীপ বিষ্ণোয়ি (আদমপুর) এবং জেজেপির দুষ্মন্ত চৌটালা (উচানা কালান)।

তিনজন খেলোয়ারকে ভোয়ের  ময়দানে নামিয়ছে বিজেপি। তাঁদের মধ্যে রয়েছেন ববিতা ফোগত (দাদরি), যোগেশ্বর দত্ত (শোণিপতের বরদা), এবং সন্দীপ সিং (পেহয়া), এছাড়াও আদমপুর কেন্দ্র থেকে লড়ছে টিকটক স্টার সোনালি ফোগত।

হরিয়ানায় এবারের নির্বাচনে মোট ৭টি সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুটি নির্বাচনী সভা করেছেন রাহুল গান্ধি।

২০১৪ বিধানসভা নির্বাচনে, ৪৭টি আসনে জিতে হরিয়ানায় প্রথমবার ক্ষমতায় আসে বিজেপি। পরেরবার জিন্দ কেন্দ্রের উপনির্বাচনে বিজেপির সংখ্যা বেড়ে হয় ৪৮। আইএনএলডির রয়েছে ১৯ জন এবং কংগ্রেসের ১৭জন বিধায়ক রয়েছেন। একজন করে বিধায়ক রয়েছেন বিএসপি ও আকালী দলের, পাঁচজন রয়েছেন নির্দল বিধায়ক।

.