বিকাশ চৌধুরীকে লক্ষ্য করে বেশ কয়েকটি গুলি বিদ্ধ করা হয়েছে (প্রতীকী ছবি)
নিউ দিল্লি: কংগ্রেসের বরিষ্ঠ নেতা বিকাশ চৌধুরীকে আজ সকালে দিল্লির কাছে গুলি বিদ্ধ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, তাঁর ওপর হামলা চালানো হয়েছে ফরিদাবাদ। সকাল ৯ টা নাগাদ জিম সেরে বেরানোর সময় একটা মারতি সুজুকি SX4 চেপে চারজন লোক আসে ও তাঁকে লক্ষ্য করে দশটা গুলি চালানো হয়।এই ঘটনার যতদ্রুত সম্ভব নিষ্পত্তি ঘটানোর জন্য কংগ্রেসের তরফ থেকে রাজ্য সরকারের কাছে আর্জি জানানো হয়েছে।
কংগ্রেসের তরফ থেকে টুইট করে জান্নাত হয়েছে, ''অতর্কিত কংগ্রেস নেতার ওপর হওয়া এই ঘটনার জন্য আমরা গভীর ভাবে আহত এবং ক্ষুব্ধ।আমরা চাই হরিয়ানা সরকার যত শীঘ্র সম্ভব এই ঘটনার বিচার করুক। তার পরিবারের কথা ভেবে আমরা গভীর ভাবে আহত।''
হরিয়ানা কংগ্রেসের সভাপতি অশোক তানওয়ার এই ঘটনার জন্য রাজ্য সরকারকেই দায়ী করেছেন। তিনি জানিয়েছেন, ''একেই বলে জঙ্গলের রাজত্ব'', এখানকার মানুষ আইনকে ভয় পায় না।একই ধরনের ঘটনা গতকালও ঘটেছে। এক মহিলা ধর্ষণের প্রতিবাদ করায়, তাকে ছুড়ি মারা হয়।তিনি আরোও বলেন, ''এই বিষয়ে যথেষ্ট তদন্ত চালানো উচিত।''
৩৮ বছরের এই নেতা সম্প্রতি INLD ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন।
আশা করা হচ্ছে হরিয়ানা কংগ্রেসের সভাপতি আশোক তানোয়ার অতি শীঘ্রই তাঁর বাড়িতে যাবেন দেখা করতে।