Manohar Lal Khattar-কেই সর্বসম্মতিক্রমে বিধানসভার দলনেতা হিসাবে নির্বাচিত করা হয়
হাইলাইটস
- দ্বিতীয় মেয়াদে হরিয়ানার মুখ্যমন্ত্রী হতে চলেছেন এম এল খাট্টার
- জেজেপির দুশ্যন্ত চৌতালা হচ্ছেন সে রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী
- জেজেপি ছাড়াও আরও ৭ জন নির্দল প্রার্থী বিজেপিকে সমর্থন দিয়েছেন
চণ্ডীগড়: আগামিকাল (রবিবার) হরিয়ানার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন মনোহর লাল খাট্টার এবং উপ-মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন জননায়ক জনতা পার্টির নেতা দুশ্যন্ত চৌতালা (Dushyant Chautala)। "হরিয়ানায় সরকার গঠনের জন্যে আমরা দাবী জানিয়েছি। রাজ্যপাল আমাদের সেই প্রস্তাব গ্রহণও করেছেন এবং রবিবার আমাদেরকে সরকার গঠনের জন্যে আমন্ত্রণও জানিয়েছেন। রবিবার দুপুর সোয়া ২ টো নাগাদ রাজভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। উপ-মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন দুশ্যন্ত চৌতালা", রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর বলেন খাট্টার (Manohar Lal Khattar) । জননায়ক জনতা পার্টির সমর্থনেই এবার হরিয়ানাতে সরকার গঠন করবে ভারতীয় জনতা পার্টি , জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি প্রধান অমিত শাহ। আরও ৭জন নির্দল প্রার্থী বিজেপিকে সমর্থন দিয়েছেন। "জনাদেশকে সামনে রেখে বিজেপি এবং জেজেপির নেতারা সিদ্ধান্ত নিয়েছেন যে দু'পক্ষই একসঙ্গে হরিয়ানায় সরকার গঠন করবে। মুখ্যমন্ত্রী হবেন বিজেপি থেকে এবং উপ-মুখ্যমন্ত্রী হবেন জেজেপি থেকে", এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেন অমিত শাহ । জেজেপির সঙ্গে জোট বাঁধার সময় দিল্লিতেই উপস্থিত ছিলেন মনোহর লাল খাট্টার।
জেজেপিকে দলে টেনে হরিয়ানায় সরকার গড়ছে BJP-JJP জোট! উপ মুখ্যমন্ত্রী চৌতালার দল থেকেই
কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ, বলেন যে বিজেপি সরকার জেজেপি এবং স্বতন্ত্র বিধায়কদের সমর্থন দিয়ে একটি স্থায়ী সরকার গড়বে হরিয়ানায়। তিনি এও স্পষ্ট করে দিয়েছেন যে বিজেপি বিতর্কিত বিধায়ক গোপাল কান্দার সমর্থন নেবে না। তিনি বলেন, আমি একটি বিষয় পরিষ্কার করে জানাতে চাই যে বিজেপি কান্দার সমর্থন নিচ্ছে না।
খট্টর বলেন, "একটি স্থিতিশীল সরকার দেওয়ার লক্ষ্যে, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বিজেপি এবং জেজেপি হরিয়ানায় একজোট হয়ে কাজ করবে। হরিয়ানা এর আগেও জোট সরকারের সাক্ষী থেকেছে"।
"কিছু সরকার ৫ বছর পরেও ফিরে আসে":হরিয়ানা, মহারাষ্ট্রের জয়ে বললেন মোদি
দুশ্যন্ত চৌতলাও বলেন যে তাঁর দল বিশ্বাস করে যে হরিয়ানায় স্থিতিশীল সরকারের জন্য জোট জরুরি ছিল। "হরিয়ানার রূপান্তর দরকার। বিজেপি এবং জেজেপি হরিয়ানার 'প্রগতিশীল' পদ্ধতিতে এগিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করতে একসঙ্গে কাজ করতে হবে। রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পরে রাজ্যের অগ্রগতি ও বিকাশের উদ্দেশ্যে আরও সিদ্ধান্ত নেওয়া হবে", বলেন চৌতলা, জানা গেছে হরিয়ানার নতুন সরকারের উপ-মুখ্যমন্ত্রী হচ্ছেন তিনিই।