This Article is From Jan 30, 2019

কে কে পুণ্যস্নান করতে এলেন কুম্ভমেলায়, জেনে নিন

আগামী ৪ ফেব্রুয়ারি কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করার আগে প্রিয়াঙ্কা গান্ধীও কুম্ভমেলায় পুণ্যস্নানের জন্য আসতে পারেন বলে জল্পনা চলছে এখন।

কে কে পুণ্যস্নান করতে এলেন কুম্ভমেলায়, জেনে নিন

সঙ্গমে পুণ্যস্নান করছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

উত্তরপ্রদেশের প্রয়াগরাজে কুম্ভমেলা চলছে রমরমিয়ে। প্রতি ১২ বছরে দু'বার করে হয় এই মেলা। ভারতের বৃহত্তম মেলা হিসেবে দেখা হয় এই ঐতিহাসিক জনসমাগমটিকে। কোটি কোটি মানুষ গঙ্গার সঙ্গমে এসে ডুব দিয়ে ‘পুণ্য' অর্জন করেন। এই বছর মেলা শুরুর কয়েকদিনের মধ্যেই দেশের বহু বিখ্যাত মুখ, রাজনীতিবিদ ও মন্ত্রীরা এসে ডুব দিয়ে গেলেন পুণ্যকুম্ভে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব হলেন এই বছর পুণ্যকুম্ভে ডুব দেওয়া গুরুত্বপূর্ণ মুখগুলির মধ্যে উল্লেখযোগ্য। গঙ্গা, যমুনা এবং পুরাণে যে নদীর উল্লেখ রয়েছে বিশেষভাবে, সেই সরস্বতী, এই তিনের সঙ্গমেই হল প্রয়াগরাজ।

মঙ্গলবার কুম্ভমেলা প্রাঙ্গনেই যোগী আদিত্যনাথ মন্ত্রিসভার বৈঠক করেন। বৈঠক সারার পর মন্তরিসভার সমস্ত সদস্যদের নিয়ে ডুব দেন পুণ্যকুম্ভে। উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য বলেন, মন্ত্রীরা ছাড়াও পুণ্যস্নান করেন অনেক ‘সাধু'ও।

গত ১৫ জানুয়ারি কুম্ভমেলায় গিয়ে গঙ্গায় ডুব দিয়ে আসেন স্মৃতি ইরানি। সেই ছবি টুইটার পোস্টও করেন তিনি। ক্যাপশন দেন- হর হর গঙ্গে।

গত রবিবার কুম্ভমেলায় এসে পুণ্যস্নান করে যান সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব।

আগামী ৪ ফেব্রুয়ারি কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করার আগে প্রিয়াঙ্কা গান্ধীও কুম্ভমেলায় পুণ্যস্নানের জন্য আসতে পারেন বলে জল্পনা চলছে এখন।

আগামী ৪ মার্চ শেষ হবে এই মেলা।  

.