মুম্বাই: বৃহস্পতিবার বোম্বে হাইকোর্ট থানে পুরসভাকে নির্দেশ দিল, যে যে বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমে অগ্নি-নির্বাপক ব্যবস্থা যথাযথভাবে মেনে চলা হয় না, সেগুলিকে অবিলম্বে যেন বন্ধ করে দেওয়া হয়। দমকল বিভাগের কাছ থেকে নো-অবজেকশন সার্টিফিকেট ছাড়া এই হাসপাতাল আর নার্সিংহোমগুলিকে আর চালানো যাবে না। বিচারপতি প্রদীপ নান্দ্রাযোগ ও বিচারপতি এন এম জামদার বলেন, থানে পুরসভা এবং দমকল বিভাগের পক্ষ থেকে বহু নোটিস পাঠানো সত্ত্বেও যে হাসপাতাল বা নার্সিংহোমগুলি তাদের গ্রাহ্য করেনি, আমরা সেগুলিকে বন্ধ করার নির্দেশ দিয়েছি। এই বছরের শুরুতেই আদালতের কাছে পিটিশন জমা দিয়ে জানানো হয় যে, থানের অঞ্চলের ৫০ শতাংশ বেসরকারি হাসপাতালই অগ্নি-নির্বাপক বন্দোবস্ত নিয়ে সচেতন নয়। যে কোনও সময় হাসপাতালে আগুন লেগে যেতে পারে।
প্রচারে অংশ নেওয়ার জন্য আমি ক্ষমাপ্রার্থী, বললেন ফিরদৌস আহমেদ
গত বছর ৩৮০'টির বেশি হাসপাতালের রেজিস্ট্রেশনের পুনর্নবীকরণ হয়েছিল। অথচ, মাত্র ১৮১'টি হাসপাতাল পেয়েছে দমকল বিভাগের থেকে নো-অবজেকশন সার্টিফিকেট।
প্রসঙ্গত, গত বছর ডিসেম্বরেই মুম্বাইয়ের ইএসআইসি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে ১১ জনের মৃত্যু হয়।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)