68 বছর আগে 1950 সালের আইনে বেশ কয়েকটি দিক আছে।
কলকাতা: প্রকাশ্য রাস্তায় পশু জবাই করার প্রশ্নে কলকাতা হাইকোর্টের তোপের মুখে পড়ল রাজ্য। এ ব্যাপারে সাত দশক পুরনো আইন কার্যকর করার পরিকাঠামো রাজ্যের নেই জানতে পেরে বিস্ময় প্রকাশ করে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ। পাশাপাশি আদালত জানিয়ে দেয় আগামী বছর বখরি ইদের সমর প্রকাশ্যে পশুকে জবাই করা যাবে না। তাছাড়া জবাই সংক্রান্ত আইন কার্যকর করতে হবে। শুধু তাই নয় রাজ্যবাসী যাতে এই নিয়ম সম্পর্কে জানতে পারে তাও নিশ্চিত করতে হবে সরকারকে। প্রধান বিচারপতি জ্যোর্তিময় ভট্টাচার্য এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে প্রকাশ্যে পশুকে জবাই করা সংক্রান্ত একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। তাতেই এমন নির্দেশ দিল আদালত।
শুনানির সময় দুই বিচারপতি জানতে চান পশু জবাই নিয়ে 1950 সালে যে আইন তৈরি হয়েছিল তা লাগু হয়নি কেন? সরকার জানায় পরিকাঠামোর অভাবেই এমনটা হয়েছে, এই উত্ত্রে বিস্মিত হয়ে যায় ডিভিশন বেঞ্চ। আর জানায় এত দীর্ঘ সময়ের মধ্যে পরিকাঠামো তৈরি হয়ে যাওয়া উচিত ছিল।
শুনানির সময় রাজ্যের এজি কিশোর দত্ত আদালতকে বলেন নিষেধাজ্ঞা এ বছরের মতো প্রত্যাহার করতে। তাতে সাড়া দেয় আদলত।
68 বছর আগে 1950 সালের আইনে বেশ কয়েকটি দিক আছে। তাতে বলা আছে 14 বছরের কম বয়স এন কোনও পশুকে জবাই করা যাবে না। তাছাড়া পশু সুস্থ থাকাকালীন তাকে জবাই করাও যাবে না। আরও বেশ কয়েকটি বিষয় সংযুক্ত হয়েছে। কিন্তু সেগুলি মানা হচ্ছে না, এমন দাবি করে আদালতে মামলা দায়ের হয়।