মহিলার ফোন নম্বর চাওয়ায় নেটিজেনকে সরস উত্তর পুলিশের।
যুগটা সোশ্যাল মিডিয়ার (Social Media)। আর সেটা খুব ভাল করে বোঝে এদেশের বিভিন্ন পুলিশ দফতরগুলি। বিভিন্ন সময়ে নানা বিষয়ে আমজনতাকে সতর্ক করতে কিংবা নানা প্রশ্নের জবাব দিতে সোশ্যাল মিডিয়াকেই বেছে নিচ্ছে তারা। বহু সময়ই সরস উত্তর দিয়ে নেটিজেনদের মন জয় করছে পুলিশের বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। সম্প্রতি তেমনই এক ঘটনা দেখা গেল পুণে পুলিশের (Pune Police) টুইটারে (Twitter)। এক মহিলার ফোন নম্বর চেয়ে বিপাকে পড়লেন এক নেটিজেন। সপাট ও সরস জবাবে তাঁকে উত্তর দিল পুণে পুলিশ। মন জিতল ইন্টারনেটের। রবিবার এক মহিলা পুণে পুলিশকে টুইট করে ধানোরি থানার নম্বর চান। পুণে পুলিশ তাঁকে নম্বর দিয়ে সাহায্যও করে।
Viral Video: পর্যটকদের পথ আটকে বাঘের লড়াই, কী হল তারপর!
এরপরই এক নেটিজেন আচমকাই উদয় হয়ে পুলিশের কাছে জানতে চান, ‘‘আমি কি ওঁর নম্বর পেতে পারি?'' ‘আবিরচিকলু' নামের ওই টুইটার ব্যবহারকারীকে উপযুক্ত জবাব দেয় পুণে পুলিশ।
তারা জানায়, ‘‘স্যার, আমরা এই মুহূর্তে আপনার নম্বর জানতে বেশি আগ্রহী। ওই মহিলার নম্বর জানতে আপনার এত আগ্রহ কেন বুঝতে।''
টুইটারে অনেকেই ওই নেটিজেনের এহেন গর্হিত প্রশ্নকে সমালোচনা করেছে। পাশাপাশি সরস অব্যর্থ জবাবের জন্য প্রশংসিত হচ্ছে পুণে পুলিশ। টুইটটি এখনও পর্যন্ত লাইক করেছেন ১৪,০০০ জন। রিটুইট করেছেন ৩,০০০ জন।
সম্প্রতি পুণে পুলিশ আরও একটি টুইটে সকলের মন জিতে নিয়েছিল। সেই টুইটে দেখা গিয়েছিল দুই বাইক আরোহীকে। তাদের নম্বর প্লেটে রয়েছে রানির মাখায় থাকা মুকুটের ছবি। সেই ছবিটির মজাদার ক্যাপশনেও সকলের মন জেতে তারা।
Click for more
trending news