This Article is From Nov 23, 2018

ডিভোর্সের সিদ্ধান্ত থেকে পিছু হঠবেন না, টুইট করে বোঝালেন লালুর ছেলে

নিজের স্ত্রী'র সঙ্গে বিবাহ-বিচ্ছেদের জন্য আদালত চত্বরে ঘুরে বেড়ানো তেজপ্রতাপ যাদব একটি টুইট করেন৷ যে টুইট থেকে এই কথাটি স্পষ্ট যে, উনি নিজের সিদ্ধান্ত থেকে কোনওভাবেই পিছু হঠবেন না।

ডিভোর্সের সিদ্ধান্ত থেকে পিছু হঠবেন না, টুইট করে বোঝালেন লালুর ছেলে
নিউ দিল্লি:

নিজের স্ত্রী'র সঙ্গে বিবাহ-বিচ্ছেদের জন্য আদালত চত্বরে ঘুরে বেড়ানো তেজপ্রতাপ যাদব একটি টুইট করেন৷ যে টুইট থেকে এই কথাটি স্পষ্ট যে, উনি নিজের সিদ্ধান্ত থেকে কোনওভাবেই পিছু হঠবেন না। এর মধ্যেই তাঁর স্ত্রী ঐশ্বর্য রায়ের পরিবারের পক্ষ থেকেও ব্যাপারটা মিটিয়ে ফেলার একটা প্রাণপণ চেষ্টা করা হচ্ছে। যদিও, তাতে যে তেজপ্রতাপের ওপর আদৌ কোনও হেলদোল পড়েছে, এমনটা বিন্দুমাত্র মনে হচ্ছে না।

কলেজের মাঠে তুমুল মারামারি করে জখম সেন্ট পলসের তিন ছাত্রী

তিনি টুইট করে লেখেন, 'টুটে সে ফির না জুটে, জুটে গাণ্ঠ পড়ি যায়ে'। অর্থাৎ, একবার ভেঙে গেলে তা আর জোড়া যায় না। জুড়লেও দাগটা থেকেই যায় ঠিক। এটি একটি দোঁহা। যে দোঁহা থেকে এই কথাটি পরিষ্কার, আর কোনওভাবেই নতুন করে ঐশ্বর্য রায়ের সঙ্গে সম্পর্কটিতে ফিরে যেতে চান না তিনি। 

ব্লগঃ টেলিফোন বুথের দিনকাল ও শ্যামল কাকা

এই সম্পর্কটিকে টিকিয়ে রাখার জন্য তেজপ্রতাপ যাদবের বাবা লালুপ্রসাদ যাদবও চেষ্টা করেছেন প্রাণপণ। কিন্তু কিছুতেই ভবি ভোলবার নয়।

এক নজরে আজকের সকালের বিশেষ বিশেষ খবর গুলি দেখে নিন:










 

.