This Article is From Dec 17, 2018

বাইশ বছরের ট্যাটুশিল্পীর মুণ্ডহীন দেহ উদ্ধার

মৃতের নাম বাবলু। তিনি বিহারের বাসিন্দা। এক পথচারী প্রথম দেহটি দেখেন। তারপরই তিনি খবর দেন পুলিশকে৷

বাইশ বছরের ট্যাটুশিল্পীর মুণ্ডহীন দেহ উদ্ধার

গত সোমবার থেকেই বাবলু নিখোঁজ ছিলেন বলে জানায় পুলিশ।

নিউ দিল্লি:

২২ বছরের ট্যাটু শিল্পীর মুণ্ডহীন দেহ পাওয়া গেল পূর্ব দিল্লির ময়ূরবিহার থেকে। দিল্লির জল বোর্ডের একটি ফাঁকা স্থানে ঝোপের মধ্যে পাওয়া যায় তাঁর দেহ। মৃতের নাম বাবলু। তিনি বিহারের বাসিন্দা। এক পথচারী প্রথম দেহটি দেখেন। তারপরই তিনি খবর দেন পুলিশকে৷

দিল্লিতে তিন বছরের শিশু ধর্ষণের শিকার, অভিযুক্তকে মারধর

বিকেল সাড়ে তিনটে নাগাদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ দেহটিকে উদ্ধার করে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। পূর্ব দিল্লির ডেপুটি কমিশনার পঙ্কজ সিং জানান, মৃতের গোটা দেহে ক্ষতের চিহ্ন ছিল। তাঁর দেহ থেকে খানিকটা দূরেই পড়েছিল ওই ব্যক্তির কাটা মাথা৷

রাহুলকে প্রধানমন্ত্রী প্রার্থী করা হোক, বললেন স্ট্যালিন, প্রস্তাব নাকচ বিরোধীদের

মৃতের দেহ শনাক্ত করেন তাঁর ভাই৷ গত সোমবার থেকেই নিখোঁজ ছিলেন বাবলু। পুলিশের সন্দেহ, কয়েকদিন আগেই বাবলুকে হত্যা করে দেহটি ওই স্থানে ফেলে দিয়ে যায় হত্যাকারী। 

দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। জিজ্ঞাসাবাদ চলছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি৷



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.