This Article is From Feb 09, 2020

প্রবীণ ফুটবলার পিকে বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থার উন্নতি

জানুয়ারির মাঝামাঝি স্নায়ুর সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন পিকে। ২৪ জানুয়ারি তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হয়। ডিমেনসিয়া ও পারকিনশনে আক্রান্ত এই প্রবীণ প্রাক্তন ক্রীড়াবিদ।  

প্রবীণ ফুটবলার পিকে বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থার উন্নতি

প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বর্ষীয়ান পিকে

হাইলাইটস

  • পিকে বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থার উন্নতি
  • বিবৃতি দিল কলকাতার এক বেসরকারি হাসপাতাল
  • শনিবার জ্বর ও সর্দি-কাশি নিয়ে ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি

ক্রমাগত স্বাভাবিক হচ্ছে প্রবীণ ভারতীয় ফুটবলার পিকে বন্দ্যোপাধ্যায়ের (PK Banerjee) শারীরিক পরিস্থিতি। রবিবার বিবৃতি দিয়ে জানাল কলকাতার এক বেসরকারি হাসপাতাল। বুকে সংক্রমণ ও জ্বর (Cough-Cold and Fever) নিয়ে শনিবার শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন অশীতিপর এই প্রাক্তন ভারতীয় ফুটবলার তথা কোচ। ভারতীয় ফুটবলে টনিক ব্যানার্জি নামে খ্যাত এই প্রবীণ ক্রীড়াবিদ এক মাস আগে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি গিয়েছিলেন। শনিবার ফের শারীরিক অসুস্থতা বোধ করায় তাঁকে চিকিৎসার জন্য ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল কতৃপক্ষ জানিয়েছে, বিশেষজ্ঞ নিউরোসার্জনদের (Neuro Surgeon) একটি দল তাঁকে পর্যবেক্ষণে রেখেছে। চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। 

জানুয়ারির মাঝামাঝি স্নায়ুর সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন পিকে। ২৪ জানুয়ারি তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হয়। ডিমেনসিয়া ও পারকিনশনে আক্রান্ত এই প্রবীণ প্রাক্তন ক্রীড়াবিদ।   



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)

.