This Article is From Aug 19, 2018

কাদের জন্য ‘কষ্ট হচ্ছে’ মমতার?

নাগরিক তালিকার চূড়ান্ত  খসড়া  থেকে বাদ পড়া মানুষদের কথা ভেবে কষ্ট হচ্ছে। বিশ্ব মানবতা দিবসে একথাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কাদের জন্য ‘কষ্ট হচ্ছে’ মমতার?

বেশ কিছু দিন ধরে অসম নিয়ে চর্চা চলছে।

কলকাতা:

নাগরিক তালিকার চূড়ান্ত  খসড়া  থেকে বাদ পড়া মানুষদের কথা ভেবে কষ্ট হচ্ছে। বিশ্ব মানবতা দিবসে একথাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করে রবিবার তিনি জানান, আজ বিশ্ব মানবতা দিবস। মানবাধিকারকে শ্রদ্ধা করা আমাদের সংবিধানের অন্যতম মূল  ভিত্তি।  অসমের যে 40 লক্ষ মানুষের নাম নাগরিক তালিকার খসড়া থেকে বাদ গিয়েছে তাঁদের কথা ভেবে খারাপ লাগছে ,কষ্ট হচ্ছে।                   

বেশ কিছু দিন ধরে অসম নিয়ে চর্চা চলছে।  এক ধাক্কায় অসমের এত মানুষের নাম নাগরিক তালিকা চূড়ান্ত খসড়ারর বাইরে চলে যাওয়ায় প্রতিবাদের ঝড় উঠেছে। আর এ ব্যাপারে সবচেয়ে বেশি সরব মমতা ও তাঁর দল তৃণমূল কংগ্রেস। এ প্রসঙ্গে সাংবাদিক সম্মেলন থেকে শুরু করে বিভিন্ন দলের নেতাদের সঙ্গে বৈঠক- সবই করেছেন মমতা। দলের নেতা-নেত্রীদের অসম পাঠিয়েছেন। আর তাই তাঁকেই  আক্রমণ করে চলেছে  বিজেপি। অসমের মুখ্যমন্ত্রী  সর্বানন্দ  সোনওয়াল বা বিজেপি সভাপতিও অমিত শাহ বারে বারে তৃণমূলকেই আক্রমণ করে চলেছেন। শুধু তাই নয়  অসমের বিভিন্ন থানায় মমতার নামে একাধিক এফআইআরও হয়েছে। পাল্টা অমসের মুখ্যমন্ত্রীর নামে কলকাতায় এফআইআর করেছে  তৃণমূল। বাদ পড়া  মানুষদের মধ্যে বেশিরভাগই বাঙালি। তাই ব্যপারাটাকে বাঙালি  খেদাও হিসেবেই দেখছেন  মমতা। পাল্টা বিজেপি বলছে মমতা জাতীয় স্বার্থ ত্যাগ করে ভোট ব্যাঙ্কের রাজনীতি করছে।  তবে যাই হোক না কেন, তিনি যে লড়াই ছাড়ছেন না, তা বার বার  স্পষ্ট করেছেন মমতা।  এ বছরের শেষে নাগরিক তালিকা প্রকাশ হওয়ার কথা। তাতে কত মানুষের নাম বাদ যায় সেটাই দেখার।          

.