কলকাতা: আবহাওয়া দপ্তর থেকে মৎস্যজীবিদের উদ্দেশ্যে বিশেষ সতর্কতা জারি করে তাদের ফিরে আসার অনুরোধ করেছে, কারণ বঙ্গোপসাগরে চাপ কমে যাওয়ার ফলে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা দেখা দিয়েছে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুসারে ওড়িষ্যা উপত্যকাতে এর প্রভাব পড়তে পারে। ওড়িষ্যা ও পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের কাল রাতের মধ্যেই ফিরে আসার বার্তা দেওয়া হয়েছে, এবং 15 ই আগস্ট পর্যন্ত এই দুই এলাকার উপত্যকায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে আজ থেকে দুই দিন পশ্চিম ও পূর্ব মেদিনীপুরে ভারী বর্ষণের সম্ভাবনা দেখা দিচ্ছে। মঙ্গলবার পর্যন্ত এই আবহাওয়া কাটার সম্ভাবনা নেই বলেই জানায় হয়েছে। এছাড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণা সহ ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।
(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)