ভারতীয় সেনা একটি ভিডিও প্রকাশ করেছে।
নয়াদিল্লি: পাঁচ দিন আগেই জম্মু ও কাশ্মীরের কুপওয়াড়ায় পাঁচজন বিশেষ বাহিনীর সেনার গুলিতে পাঁচজন জঙ্গি খতম হওয়ার পর এবার ভারতীয় সেনা ওই একই এলাকার একটি ড্রোন ফুটেজ প্রকাশ করল। সেই ভিডিওতে পাক সেনার উপরে ভারতের প্রত্যাঘাত দেখা গিয়েছে। ওই ফুটেজে দেখা যাচ্ছে, ভারতীয় বোফর্স কামানের গোলা আছড়ে পড়ছে পাক শিবিরে। ভিডিওতে একাধিক বিস্ফোরণ দেখা গিয়েছে। ভারতীয় সেনা সূত্রে জানা যাচ্ছে, পাক জঙ্গিদের লঞ্চ প্যাড, গোলাবারুদকে লক্ষ করে আক্রমণ চালানো হয় সীমান্তরেখা পেরিয়ে।
সেনা জানাচ্ছে, এর আগে কুপওয়াড়ার কেরান সেক্টরে অযাচিত ভাবেই যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তান। তারপরই পাল্টা জবাব দেয় ভারত।
গত রবিবার পাঁচজন ভারতীয় সেনার বিশেষ বাহিনী পাক জঙ্গিদের সঙ্গে এনকাউন্টার চালায়। জঙ্গিদের খতম করার পর বিশেষ বাহিনীর সেনারাও শহিদ হন।
একজন জঙ্গি এলাকা ছেড়ে পালালেও শেষ পর্যন্ত নিয়ন্ত্রণরেখায় তাকে আটক করে ভারতীয় সেনা।