বারাণসীতে প্রবাসী ভারতীয় দিবস ২০১৯ এর অনুষ্ঠান মা গঙ্গা নৃত্যনাট্যে হেমা মালিনী
হাইলাইটস
- প্রবাসী ভারতীয় দিবসে হেমা মালিনীর নৃত্যনাট্য 'মা গঙ্গা'
- 'তোমার নাচের প্রশংসা করার মতো ভাষা নেই'; সুষমা স্বরাজ
- গঙ্গা নদীর ইতিহাস আর তা কীভাবে দূষিত হচ্ছে তা বর্ণিত হয়েছে নাটকে
বারাণসী: হেমা মালিনীর নাচ দেখে অভিভূত পররাষ্ট্র মন্ত্রী রাজনীতিবিদ সুষমা স্বরাজ। গঙ্গার ভূমিকায় বর্ষীয়াণ অভিনেত্রী হেমা মালিনীর নাচ দেখে ভাষা হারিয়ে ফেলেছেন মন্ত্রী। মঙ্গলবার বারাণসীতে ‘প্রবাসী ভারতীয় দিবস কনভেনশন ২০১৯' এর অনুষ্ঠানে গঙ্গার ভূমিকায় অভিনেত্রী-রাজনীতিবিদ হেমা মালিনীকে অভিনন্দন জানিয়ে সুষমা বলেন, “অদ্ভুত, অবিশ্বাস্য ও অকল্পনীয়”।
এক লক্ষ টাকার নোটে ছিল নেতাজির ছবি
আন্তর্জাতিক ও জাতীয় প্রতিনিধি ও মন্ত্রীদের উপস্থিতিতে হেমা মালিনীর ৯০ মিনিটের নৃত্যনাট্যটি দেখার পর, সুষমা স্বরাজ হেমা মালিনীকে বলেন: "তোমার কর্মক্ষমতা সম্পর্কে বলার মতো আমার কোনও ভাষা নেই। আমার জীবনে প্রথমবার আমি তোমার এই অনুষ্ঠান দেখে বিখ্যাত টিভি শো থেকে ধার নিয়ে তিনটি শব্দই বলতে চাই- অদ্ভুত, অবিশ্বাস্য এবং অকল্পনীয় (Adbhut, Avishwasniya, Akalpaniya)।" হেমা মালিনী এই নৃত্যনাট্যে পবিত্র গঙ্গা নদীর ভূমিকায় কাজ করেছেন এবং নদীর ইতিহাস ও কীভাবে এটি দূষিত হচ্ছে তা বর্ণনা করেছেন।
“নতুন ভারত নির্মাণে ভারতীয় অভিবাসীদের ভূমিকা” বিষয়ক এই নৃত্যনাট্য ‘মা গঙ্গা'য় অংশগ্রহণকারীদের প্রয়াগরাজে চলা কুম্ভ মেলা পরিদর্শনেরও সুযোগ দেওয়া হয় এবং ২৬ জানুয়ারিতে নয়াদিল্লিতে প্রজাতন্ত্র দিবসের প্যারেড দেখারও সুযোগ পাবেন তাঁরা।
প্রতিবেদন অনুযায়ী, সঙ্গীত পরিচালনায় ছিলেন অসিত দেশাই এবং তাঁর পুত্র আলাপ দেশাই। গান গেয়েছেন সুদেশ ওয়াদেকার, কবিতা কৃষ্ণমূর্তি, শঙ্কর মহাদেবন এবং মিকা সিং। পোশাক পরিকল্পনায় ছিলেন ডিজাইনার নীতা লুলা এবং স্পেশ্যাল এফেক্টের কাজ করেছেন ভিভোর খান্ডেলওয়াল।
ক্লিনিকের ভিতর নাবালিকার যৌন নির্যাতন, পাঁচ বছরের জেল হল হোমিওপ্যাথিক চিকিৎসকের
এই সম্মেলনের উদ্দেশ্য ছিল দেশের সাশ্রয়ী বর্জ্য ব্যবস্থাপনারর ক্ষেত্রে নাগরিক অংশগ্রহণের আহ্বান জানানো, বিশেষ করে স্বচ্ছ ভারত মিশন, নির্মল গঙ্গার জাতীয় মিশন, এবং স্মার্ট শহর উদ্যোগের উদাহরণ এনে এই বিষয়ের গুরুত্ব প্রতিষ্ঠাও করা হয়।
প্রবাসী ভারতীয় দিবসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দের উপস্থিতিতে সমাপ্তি অনুষ্ঠানের সূচনা হয়।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)