This Article is From Sep 21, 2018

নভেম্বরেই আয়ুর্বেদিকের NET, ফর্ম ফিলাপ করতে পারেন এইভাবে

13 নভেম্বর AYUSH National Eligibility Test (NET) নেওয়া হবে দিল্লি NCR,মুম্বই, কলকাতা, চেন্নাই ও গুয়াহাটির কেন্দ্রে৷ ফর্ম ফিলাপ করতে পারেন অনলাইনে৷

নভেম্বরেই আয়ুর্বেদিকের NET, ফর্ম ফিলাপ করতে পারেন এইভাবে

AYUSH NET 2018-এর রেজিস্ট্রেশন হয়েছে 20 সেপ্টেম্বর

নিউ দিল্ল:

AYUSH NET 2018-র বিজ্ঞপ্তি জারি করেছে সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আয়ুর্বেদিক সায়েন্সেস (CCRAS)৷ সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন যোগা অ্যান্ড ন্যাচরোপ্যাথি (CCRYN), সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন ইউনানি মেডিসিন (CCRUM), সেন্ট্রাল কাউন্লিস ফর রিসার্চ ইন সিদ্ধ (CCRS) ও সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন হোমিওপ্যাথির (CCRH) হয়ে এই পরীক্ষার আয়োজন করবে CCRAS৷ AYUSH National Eligibility Test (NET) নেওয়া হবে চলতি বছরের 13 নভেম্বর৷ পরীক্ষার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হবে 20 সেপ্টেম্বর থেকে৷ আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন অনলাইনে আবেদন করতে পারেন ayush.gov.in - এখান থেকে ৷ 

Ph.D. ফেলোশিপের (SRF) জন্য নেওয়া হবে AYUSH NET পরীক্ষা ৷ AYUSH স্ট্রিমের MD/ MS অথবা 5 বছরের স্নাতকরা আবেদন করতে পারেন ৷  2019-এর 1 জানু্য়ারি অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমা 32 বছর৷ 

পরীক্ষা নেওয়া হবে দু'টি ধাপে : পার্ট ওয়ান (অ্যাপ্টিটিউট টেস্ট) ও পার্ট টু (সাজেক্ট স্পেসিফিক)৷ 

সেকশন: আয়ুর্বেদ, যোগা ও ন্যাচরোপ্যাথি, ইউনানি, সিদ্ধ ও হোমিওপ্যাথি ৷ মোট 12- নম্বরের পরীক্ষা নেওয়া হবে 

দিল্লি NCR, মুম্বই, কলকাতা, চেন্নাই ও গুয়াহাটির কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে ৷ 

1000 টাকা (OBC ও SC/ST/PH প্রার্থীদের জন্য 250 টাকা) দিয়ে আবেদন করা যাবে অনলাইনে ৷ 


গুরুত্বপূর্ণ তারিখ
রেজিস্ট্রেশনের শুরু: 20সেপ্টেম্ব, 2018
রেজিস্ট্রেশনের শেষ তারিখ: 3 অক্টোবর, 2018
পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ:  4 অক্টোবর, 2018
অ্যাডমিট কার্ড পাবেন: 23 অক্টোবর, 2018

এডুকেশন সংক্রান্ত আরও খবর পড়ুনশিক্ষার খবর

.