অভিষেক এনডিটিভিকে জানান পুলিশ কর্মীকে আনুষ্ঠানিক ভাবে ক্ষমা চাইতে হবে।
হাইলাইটস
- সমকামী আন্দোলোনের কর্মীকে চড় মারার অভিযোগ পুলিশের বিরুদ্ধে
- কুরুচিকর মন্তব্যও করা হয়েছে দাবি অভিষেক কর্মী নামে ওই ব্যক্তির
- ময়দানের কাছে এই ঘটনা ঘটেছে বলে অভিষেকের দাবি
কলকাতা: সমকামী আন্দোলোনের কর্মীকে চড় মারার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। শুধু তাই নয় কুরুচিকর মন্তব্যও করা হয়েছে দাবি অভিষেক কর নামে ওই ব্যক্তির। তাঁর দাবি পুলিশ কর্মী তাঁকে বলেছেন যৌনক্রিয়ায় লিপ্ত হতেই তিনি রাস্তায় বেরিয়েছেন। গত মঙ্গলবার নন্দন থেকে পার্কস্ট্রিট মেট্রোয় যাওয়ার সময় ময়দানের কাছে এই ঘটনা ঘটেছে বলে অভিষেকের দাবি। তাঁর কথায়, ময়দান এলাকায় কয়েকজন পুলিশ কর্মী মোটরবাইকে করে এসে তাঁর রাস্তা আটকায়। কেউই পুলিশের পোশাকে ছিলেন না। তবে তাদের হাতে ওয়াকিটকি ছিল। তাঁদের মধ্যে একজন মোটর বাইক থেকে নেমে এসে আমায় চড় মারেন। শুধু তাই নয় বার বার হিজড়ে বলে ডাকতেও থাকে।
তিনি আরও বলেন, এলাকা লোকেরা এলে পুলিশকর্মী তাঁদের বলেন সমকামী আর স্বাভাবিক মানুষের মধ্যে ফারাক আছে। ঘটনার পরদিন পুলিশ কর্মী ক্ষমা চেয়েছেন। কিন্ত অভিষেক এনডিটিভিকে জানান পুলিশ কর্মীকে আনুষ্ঠানিক ভাবে ক্ষমা চাইতে হবে।
ঘটনায় ক্ষুব্ধ সমকামী আন্দোলোনের কর্মীরা। অনিন্দ্য হাজরা আরেক কর্মী জানিয়েছেন। ‘শুধু আইন বদলালে যে মানুষের মানসিকতা বদলাবে না তা আবার প্রমাণ হল। ’ এ ব্যাপারে প্রতিক্রিয়া জানতে কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করেছিল এনডিটিভি। কিন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি। কয়েকদিন আগে এক ঐতিহাসিক রায় দিয়ে সুপ্রিম কোর্ট জানায় সমকাম অপরাধ নয়। এর আগে 2013 সালে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় 377 খারিজ হচ্ছে না। এবার সেটাই হয়ে গেল । ব্রিটিশ আমলে তৈরি এই আইন অনুযায়ী অস্বাভাবিক যৌনতা অপরাধ। এই ধারা খারিজ কররা দাবিতে ফের মামলা হয়েছিল সুপ্রিম কোর্ট। তৎকালীন প্রধান বিচারপতি দীপক মিশ্রর নেতৃত্বে চ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এই মামলাটি শোনে।