অপটিক্যাল ইলিউশানের ভিডিওটা টুইটারে ভাইরাল হয়েছে।
ভাল অপটিক্যাল ইলিউশান ইন্টারনেটের সব সময়ই পছন্দ। আর এই মুহূর্তে যে ভিডিওটা ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে তা দেখে কমবেশি সকলেই অবাক হয়েছে। গত 22শে অগাস্ট টুইটারে শেয়ার হওয়া এই ভিডিওতে হাত দিয়ে অপটিক্যাল ইলিউশান তৈরি করতে দেখা যাচ্ছে। যা দেখার পর কার্যতই হতবাক কমবেশি সকলে। চিদেরা কেমাকোলামের শেয়ার করা এই ভিডিওটা ইতিমধ্যে 3.3 মিলিয়নের বেশি মানুষ দেখে ফেলেছে এবং কয়েক হাজার মানুষ এই ভিডিও দেখে রেসপন্স করেছে। কয়েক সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওতে চিদেরাকে হাতের আঙ্গুল দিয়ে কেরামতি দেখাতে দেখা যাচ্ছে। এই ভাবেই অপটিক্যাল ইলিউশন তৈরি করে মানুষকে চমকে দিয়েছেন তিনি। দেখে নিন ভিডিওটাঃ
বিভ্রান্ত? আপনি একা নাঃ
চিদেরার নকল করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে বহু মানুষঃ
এরপর সদয় টুইটার ব্যবহারকারী নিজেই এগিয়ে এসেছেন সকলকে উদ্ধার করতে। স্লোমোশানে চিদেরা নিজেই দেখিয়ে দিয়েছেন কীভাবে তিনি হাতের কারসাজিটা করেছেনঃ
“আমি নিজে এই চ্যালেঞ্জটা আনিনি। ইনস্টাগ্রামে দেখার পর আমার মনে হল ব্যপারটা বেশ মজাদার আর তাই নিজেও চেষ্টা করে টুইটারে পোস্ট করলাম। ভাবিনি এটা ভাইরাল হবে”, ইনসাইডারকে জানান চিদেরা।
তবে ইন্টারনেটে ভাইরাল হওয়া প্রথম অপটিক্যাল ইলিউশান এটা নয়। মে মাসে দুই ব্যক্তি পরস্পরকে হাগ করার একটা ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়ে চমক লাগিয়ে দিয়েছিল সকলকেঃ
ভাবছেন তো কী হচ্ছে ছবিটায়?
এর আগে অ্যাম্বিগুয়াস সিলিন্ডার ইলিউশানে চতুষ্কোণ গোল হয়ে যেতে দেখা গিয়েছিল।
আপনিও কি চিদেরার মতো ট্রিকটা করে দেখতে চাইছেন? কমেন্ট সেকশানে আমাদের জানান।
Click for more
trending news