This Article is From Sep 24, 2018

এই ভিডিও দেখার পর রাস্তায় আবর্জনা ফেলার আগে দু'বার ভাববেন আপনিও!

ভিডিওটা বেজিং-এ রেকর্ড করা হয়েছে।

এই ভিডিও দেখার পর রাস্তায় আবর্জনা ফেলার আগে দু'বার ভাববেন আপনিও!

দেখে নিন ওই বাইকারের কীর্তি।

যে সব মানুষ খালি প্যাকেট, ক্যান, প্লাস্টিকের বোতল বা অন্যান্য আবর্জনা রাস্তায় ছুঁড়ে ফেলে ইন্টারনেটে ছড়িয়ে পড়া এই ভিডিওটা তাদের দেখা উচিত। বেজিং-এ রেকর্ড হওয়া এই ভিডিওতে একজন বাইক আরোহীর এক ব্যক্তিকে উচিত শিক্ষা দিতে দেখা গেল। ভিডিওটা দেখলে আপনারও দ্বিতীয়বার এই কাজ করার ইচ্ছা থাকবে না।    

সিজিটিএন (CGTN) কর্তৃক টুইটারে শেয়ার হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে একটা গাড়ি ট্রাফিক সিগনালে আটকে দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ গাড়ির ভিতর থেকে একজনকে রাস্তায় কিছু একটা ফেলতে দেখা যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই ওই গাড়ির পাশে দাঁড়িয়ে থাকা একজন মোটরবাইক আরোহীকে রাস্তা থেকে ময়লাটা তুলে গাড়ির ভিতর ছুঁড়ে ফেলে দিতে দেখা যায়। এরপর গাড়ি থেকে একজন মহিলা নেমে আসতে দেখেই বাইক নিয়ে চম্পট দেন ওই ব্যক্তি।

ভিডিওতে উল্লিখিত তারিখ অনুসারে ঘটনাটা ঘটেছে গত 17 সেপ্টেম্বর। দেখে নিন এখানে:

 

টুইটারে ছড়িয়ে পড়া ভিডিও-র কমেন্ট সেকশনে একজন ব্যবহারকারী লিখেছেন, “অভিভূত!”। আর একজন লিখেছেন, “দারুণ কাজ! পরিবেশ পরিচ্ছন্নতার এটা একটা দারুণ শিক্ষা”, অপর এক ব্যক্তি লিখেছেন, “দারুণ কাজ”।

Click for more trending news


.