ওই বিমান কর্মী ওই যাত্রীর আসনের পাশে কাগজে জানলার ছবি এঁকে দেন।
জীবনে কখনও না কখনও কে বলুন তো রাগী সহযাত্রীর সঙ্গে যাত্রা করেননি? আমরা সবাই জানি ট্রেনে বাসে পাশে বসা মানুষটা যদি প্রতিনিয়ত অভিযোগ করতে থাকে তাহলে কেমন বিরক্ত লাগে। তাহলে এবার ভাবুন ফ্লাইট অ্যাটেন্ডেন্টদের দিনের পর দিন এমন যাত্রী সামলাতে কেমন লাগে! তবে একজন ফ্লাইট এক যাত্রীর সমস্যা সমাধানের এক চমৎকার উপায় বার করেছেন। ঘটনাটি বেশ হাস্যকর।
মিররের রিপোর্ট অনুযায়ী, জাপানের এক ফ্লাইটে কিছু দিন আগে এক যাত্রী জানালার পাশে সিট না পেয়ে অন্য রোতে বসতে চেয়েছেন।
ফ্লাইট অ্যাটেন্ডেন্টের অনুরোধ সত্ত্বেও উনি কোনও কথা শুনতে চাননি। বেশ কিছুক্ষণ পর অ্যাটেন্ডেন্ট বিরক্ত হয়ে একটা কাগজে জানালার ছবি এঁকে যাত্রীর পাশের ফাঁকা দেওয়ালে আটকে দেন।
জাপানিজ টুইটার ব্যবহারকারী @kooo_TmS-suke একটি ছবি শেয়ার করেছেন।
শেয়ার করা ছবিটি 15,000 লাইক ও 8,000 রিটুইট পেয়ে ভাইরাল হয়েছে।
দেখুন মানুষ এই মজার ঘটনায় কেমন প্রতিক্রিয়া জানিয়েছেন:
আপনিও যদি জানালার পাশে সিট না পান তবে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট আপনার জন্যও ছবি এঁকে দিতে পারেন।
এই বিষয়ে আপনার মতামত নিচের কমেন্ট সেকশনে আমাদের জানান।
Click for more
trending news