বৃষ্টির তোয়াক্কা না করেই তিনি কড়া হাতে ট্রাফিক নিয়ন্ত্রণ করে চলেছিলেন।
গুয়াহাটি: রবিবার প্রবল বর্ষায় গুয়াহাটির রাস্তায় দাঁড়িয়ে নিজের কাজ চালিয়ে যাচ্ছিলেন এক ট্রাফিক পুলিশ। তার মাথার ওপর ছিল না কোনও ছাউনি। বৃষ্টির তোয়াক্কা না করেই তিনি কড়া হাতে ট্রাফিক নিয়ন্ত্রণ করে চলেছিলেন। আসাম পুলিশের টুইট করা মাত্র আট সেকেন্ডের ভিডিওতে দেখা যায় মিঠুন দাস নামক ওই ট্রাফিক পুলিশ ছাতা, বর্ষাতি ছাড়াই নিজের ইউনিফর্মে দাঁড়িয়ে এক মনে কাজ করছেন।
আরও পড়ুনঃ ৫ বছরের ছেলের সামনেই গুলি করে খুন করা হল বাবাকে
ভিডিও টুইট করার পাশাপাশি আসাম পুলিশ কর্তৃপক্ষ তার নিষ্ঠাকে সাধুবাদ জানিয়ে লিখেছে, 'নিজেকে কাজে এইভাবে উৎসর্গ করতে পারলে আগামী দিনের পথচলা অনেক মসৃণ হবে।'
আসাম পুলিশের স্পেশাল ডিজিপি কুলধর সাইকিয়াও টুইটারে মিঠুন দাসের প্রশংসা করেছেন।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ার বহু মানুষের মনে বল জুগিয়েছে। কেউ কেউ তাকে 'নিষ্ঠাবান সৈন্য'-এর আখ্যা দিয়েছে।
আরও পড়ুনঃ স্বীকৃতির লড়াই! দেশে প্রথম রূপান্তরকামীদের গণবিবাহের আয়োজন এই রাজ্যে
"ঝড় বাদলের দিনে একজন ট্রাফিক পুলিশ অফিসার এইভাবে ঠায় দাঁড়িয়ে রয়েছেন। যেন নিষ্ঠাবান এক সৈন্য। তিনি নিজের কাজের প্রতি অত্যন্ত সৎ। এইটাই নতুন ভারত", লেখা ছিল সেই পোস্টে।
একজন টুইটার ব্যবহারকারী লেখেন, "এই অঞ্চলটাই গুয়াহাটির সঙ্গে শিলং-কে যুক্ত করেছে। আসামের উত্তরের অঞ্চলের সঙ্গে বিমানবন্দরকে যুক্ত করেছে। আবার দক্ষিণ আসাম, পল্টন বাজার, পান বাজার, বশিষ্ঠ অঞ্চলকেও যুক্ত করেছে।"
টুইটার ব্যবহারকারীদের থেকেই জানা যায় ঘটনাটি আসামের বসিষ্ঠ ছারিয়ালি ট্রাফিক পয়েন্টের। ওই ট্রাফিক পুলিশ কর্মীকে কুর্নিশ জানিয়েছেন মানুষ।
১৮০০-এর বেশি মানুষ আসাম পুলিশের টুইট এবং মিঠুন দাসের ভিডিও লাইক করেছে এবং ৭০০-এর বেশি বড় ভিডিওটি রিটুইট করা হয়েছে।