This Article is From Jul 27, 2018

রাজ্য ভারী বর্ষণের আশঙ্কা, জারি করা হল সতর্কবার্তা

ভারতীয় আবহাওয়া দফতরের পূর্বাভাষ অনুয়ায়ী, আগামী রবিবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আকাশে দুর্যোগের মেঘটি থেকে যাবে। চলবে নিম্নচাপ।

রাজ্য ভারী বর্ষণের আশঙ্কা, জারি করা হল সতর্কবার্তা

জেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে।

কলকাতা:

ক্রমাগত বর্ষণে জেরবার কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ। এই দুর্যোগ এখন চলবে। নবান্নের পক্ষ থেকে মুখ্য সচিব দুষ্মন্ত নারিওয়ালা একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেন, ভারতীয় আবহাওয়া দফতরের পূর্বাভাষ অনুয়ায়ী, আগামী রবিবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আকাশে দুর্যোগের মেঘটি থেকে যাবে। চলবে নিম্নচাপ।

কলকাতা, উত্তর চব্বিশ পরগণা, দক্ষিণ চব্বিশ পরগণা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, নদীয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে আগামী দু’দিন ভারী বর্ষণের আশঙ্কা। জেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে।

আজকে পূর্ণিমা থাকার কারণে সমুদ্রের জলোচ্ছ্বাসও তীব্র হবে বলে মনে করছে আবহাওয়া দফতর। উপকূলবর্তী অঞ্চলে হাই অ্যালার্ট জারি করে মানুষদের সতর্ক করে দেওয়া হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতেও নিষেধ করা হয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)

.