এ মরসুমে দেশে স্বাভাবিক বৃষ্টির পূর্বাভাস দিল স্কাইমেট।
হাইলাইটস
- এ মরসুমে দেশে স্বাভাবিক বৃষ্টির পূর্বাভাস দিল স্কাইমেট
- বৃষ্টি স্বাভাবিক পরিমাণে হলে কৃষি কাজ ভাল হওয়ার সম্ভবনা
- কৃষি কাজ ভাল হওয়া সংক্রান্ত পূর্বাভাস ভারতের অর্থনীতির পক্ষে ভাল খবর
এ মরসুমে দেশে স্বাভাবিক বৃষ্টির পূর্বাভাস দিল স্কাইমেট। দেশের এই একমাত্র বেসরকারি পূর্বাভাস সংস্থা জানাল ভারতে ২০১৯ সালে স্বাভাবিক পরিমাণে বৃষ্টি হবে। আর তার জেরে কৃষি কাজ ভাল হবে। কৃষি কাজ ভাল হওয়া সংক্রান্ত পূর্বাভাস ভারতের অর্থনীতির পক্ষে ভাল খবর। স্কাইমেটের সিইও যতীন সিং জানিয়েছেন, ভারতের স্বাভাবিক বৃষ্টির হওয়ার আশঙ্কা পঞ্চাশ শতাংশেরও বেশি। এ দেশের আবহাওয়া অনুযায়ী স্বাভাবিক বৃষ্টি কাকে বলে তার নির্দিষ্ট পরিমাপ আছে। ৯৬ থেকে ১০৪ শতাংশের মধ্যে বৃষ্টি হলে সেটিকে স্বাভাবিক বলে ধরা হয়।
পরমাণু অস্ত্রের ব্যবহারে অনিচ্ছুক ভারত, বললেন মনমোহন সিংহ
৫০ বছরের হিসেব ধরলে গড়ে ৮৯ সেন্টিমিটার বৃষ্টি হলে সেটিকে স্বাভাবিক বলে ধরা হয়। তবে এই হিসবে কার্যকর হয় জুন মাস থেকে। চার মাসে সব মিলিয়ে কতটা বৃষ্টি হল তারই গড় বের করা হয়। দেশের মোট বৃষ্টির ৭০ শতাংশই হয় এই বর্ষাকালে। ভারতের অর্থনীতির জন্যই বৃষ্টি খুবই জরুরি বিষয়। কৃষিতে কম উৎপাদন হলে তার ধাক্কা এসে লাগে দেশের অর্থনীতির উপর। গত কয়েক বছর ধরে বার বার একই জিনিস ঘটে চলেছে। কখনও এলনিনো, কখনও আবার অন্য কোনও কারণে স্বাভাবিক পরিমাণে বৃষ্টিপাত হয়নি।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)