தமிழில் படிக்க Read in English
This Article is From Sep 25, 2018

ভয়াবহ তুষারপাতের ফলে হিমাচলে ট্রেক করতে গিয়ে হারিয়ে গেল 45 জন

ট্রেক করতে গিয়ে ভয়াবহ তুষারপাতের কারণে হিমাচল প্রদেশের লাহাউল এবং স্পিতি জেলা থেকে নিখোঁজ (Trekkers Missing in Himachal Pradesh) হয়ে গেলেন

Advertisement
অল ইন্ডিয়া Translated By (with inputs from Agencies)

Himachal Pradesh: সোমবার ভয়াবহ তুষার পাত ও বৃষ্টিপাতের কবলে পড়ে হিমাচলের বিস্তীর্ণ অঞ্চল।

Highlights

  • ট্রেকিং-এর জন্য হাম্পতা পাসে গিয়েছিল দলটি, মানালি ফিরে আসার কথা ছিল
  • হিমাচলের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে প্রবল তুষারপাত ও বৃষ্টিপাত হয়
  • কাংরা, কুল্লু ও হামিরপুর জেলায় স্কুলগুলি বন্ধ রাখা হয়েছে
নিউ দিল্লি:

ট্রেক করতে গিয়ে ভয়াবহ তুষারপাতের কারণে হিমাচল প্রদেশের লাহাউল এবং স্পিতি জেলা থেকে নিখোঁজ হয়ে গেলেন পঁয়তাল্লিশজন ব্যক্তি (Himachal Pradesh Rain and Snowfall)। তাঁদের মধ্যে 35 জন রুরকি আইআইটির পড়ুয়া। সোমবার বেশি রাতে সংবাদসংস্থা এএনআই এই খবর জানায়। ওই দলটি হাম্পতা পাসে ট্রেক সেরে মানালি ফিরে আসবে বলে কথা ছিল, জানান ওই নিখোঁজ পড়ুয়াদের মধ্যে একজনের বাবা রাজবীর সিং। এখনও পর্যন্ত ওই দলটির সঙ্গে কোনওরকম যোগাযোগ করা সম্ভব হয়নি। গত কয়েকদিন ধরেই হিমাচল প্রদেশের বেশ কিছু অংশে ভারী বৃষ্টি এবং তুষারপাত হচ্ছে। এখনও পর্যন্ত অন্তত পাঁচজন ব্যক্তি প্রাণ হারিয়েছেন।

কুল্লু, কাংরা ও ছাম্বা জেলায় সোমবারের ভয়াবহ বৃষ্টিতে জখমও হয়েছেন বহু মানুষ। একটি বাচ্চা মেয়ে সহ চারজন প্রাণ হারিয়েছে কুল্লুতে। কাংরাতে মারা গিয়েছেন একজন। সোমবার রাজ্যের বেশিরভাগ অংশে ভারী বৃষ্টির ফলে বন্যা ও ভূমিধ্বসের মতো ঘটনা ঘটার খবর পাওয়া গিয়েছে।

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট অঞ্চলগুলির স্কুলগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

কাংরাতে জলস্তর ক্রমশ বাড়তে থাকার সময় ওই মৃত ব্যক্তিকে জলের প্রবল স্রোত টেনে নিয়ে গিয়ে নাহাদ খাদে ফেলে দেয়।   

Advertisement