This Article is From Oct 29, 2019

হিমালয়ের কোলে ভক্তদের জন্য বন্ধ হয়ে গেল কেদারনাথ মন্দিরের দরজা

জম্মু ও কাশ্মীর লাইট ইনফ্যান্ট্রি ব্যান্ডের বাজানো সুরে ‘জয় বাবা কেদার’ ধ্বনি তুলে মিছিল করে ভক্তরা উখিমথের উদ্দেশ্যে রওনা হয়।

হিমালয়ের কোলে ভক্তদের জন্য বন্ধ হয়ে গেল কেদারনাথ মন্দিরের দরজা

Kedarnath Temple: এই মরশুমে মোট ৯,৯৭,৫৮৫ জন ভক্ত মন্দিরে মানত করেছেন

উত্তরকাশী:

শীতের মরশুমের জন্য বন্ধ হল হিমালয়ের কোলে হিন্দুদের পবিত্র ধর্মীয় স্থান কেদারনাথ (Kedarnath) মন্দির। মন্দির কমিটির একটি সূত্র মঙ্গলবার জানিয়েছে, হিমালয় পর্বতে এই মন্দিরের ফটকগুলি সকাল ৮.৩০ মিনিটে বন্ধ করে দেওয়া হয়। এই মরশুমে শেষবার ১,২০০ জন ভক্ত অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।

কেদারনাথের দরজা বন্ধ হওয়ার পরে শিবের একটি প্রতিমা ফুলের বিছানায় শুইয়ে পালকিতে করে উখিমঠের (Ukhimath) ওমকারেশ্বর মন্দিরে (Omkareshwar Temple) নিয়ে যাওয়া হয়। সেখানেই পরের ছয় মাস ধরে শিবের পুজো করা হবে।

কেদারনাথের গুহায় মোদির ধ্যান আরও বেশি তীর্থযাত্রীদের আকর্ষণ করছে

জম্মু ও কাশ্মীর লাইট ইনফ্যান্ট্রি ব্যান্ডের বাজানো সুরে ‘জয় বাবা কেদার' ধ্বনি তুলে মিছিল করে ভক্তরা উখিমথের উদ্দেশ্যে রওনা হয়।

শোভাযাত্রাটি রামপুর ও গুপ্তকাশী হয়ে ৩১ অক্টোবর ওমকারেশ্বর মন্দিরে পৌঁছাবে।

মন্দির কমিটির মুখপাত্র জানিয়েছেন, এই মরশুমে মোট ৯,৯৭,৫৮৫ জন ভক্ত মন্দিরে মানত করেছেন।

.