দেশের বিভিন্ন নদীতে অস্থিকলস বিসর্জন দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
হাইলাইটস
- হিমালয়ের একটি শৃঙ্গের সঙ্গে যুক্ত হচ্ছেন বাজপেয়ী
- তাঁর স্মৃতির উদ্দেশে হিমালয়ের শৃঙ্গের নামকরণ হচ্ছে
- পাহাড় এবং প্রকৃতির প্রতি বাজপেয়ীর প্রেমকে স্বীকৃতি দিতেই এমন সিদ্ধান্ত
দেরাদুন: হিমালয়ের একটি শৃঙ্গের সঙ্গে যুক্ত হচ্ছেন প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটলবিহারি বাজপেয়ী। তাঁর স্মৃতির উদ্দেশে সেটির নামকরণ হচ্ছে বলে জানালেন উত্তরাখণ্ডের পর্যটন মন্ত্রী সতপল মহারাজ। সেই শৃঙ্গের সন্ধানে উত্তরকাশির নেহরু ইন্সটিটিউটের একটি অভিযাত্রী দল বিশেষ অভিযানে যাচ্ছেন বলে জানিয়েছেন মন্ত্রী।
দেরাদুনে সাংবাদিকদের তিনি বলেন, ‘ হিমালয়ের একটি অপরিচিত শৃঙ্গ পরিচিত হবে প্রয়াত প্রধানমন্ত্রীর নামে।‘ পাহার এবং প্রকৃতির প্রতি বাজপেয়ীর প্রেমকে স্বীকৃতি দিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এর আগে দেশের বিভিন্ন নদীতে অস্থিকলস বিসর্জন দিয়ে শ্রদ্ধা জানানো হয়।