This Article is From Feb 17, 2019

আইএএফ-এর প্রথম মহিলা ফ্লাইট ইঞ্জিনিয়ার নির্বাচিত হয়ে হিনা জয়সওয়াল বললেন, ‘স্বপ্ন সত্যি হল’

শুক্রবার চণ্ডীগড়ের এই লেফটেন্যান্ট নিজের ১১২তম হেলিকপ্টার ইউনিটের ছ'মাসের পাঠক্রম সম্পন্ন করেন ইয়েলাহাঙ্কার বায়ুসেনা স্টেশনে।

আইএএফ-এর প্রথম মহিলা ফ্লাইট ইঞ্জিনিয়ার নির্বাচিত হয়ে হিনা জয়সওয়াল বললেন, ‘স্বপ্ন সত্যি হল’

শৈশবে তিনি সৈন্য বা মহাকাশচারী হওয়ার স্বপ্ন দেখতেন

হাইলাইটস

  • হিনা জয়সওয়াল শুক্রবার প্রথম মহিলা ফ্লাইট ইঞ্জিনিয়ার নির্বাচিত হলেন
  • গত বছর পর্যন্ত ফ্লাইট ইঞ্জিনিয়ার ব্রাঞ্চ ছিল পুরুষশাসিত
  • তিনি এয়ার মিসাইল স্কোড্রন হিসাবে কম্যান্ডার হিসাবে দায়িত্ব সামলেছেন
বেঙ্গালুরু:

ভারতীয় বায়ুসেনার ফ্লাইট লেফটেন্যান্ট হিনা জয়সওয়াল শুক্রবার প্রথম মহিলা ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসাবে আত্মপ্রকাশ করলেন। সেই মুহূর্তেই যেন এক ঐতিহাসিক মুহূর্তের জন্ম হল।

গত বছর পর্যন্ত ফ্লাইট ইঞ্জিনিয়ার ব্রাঞ্চ ছিল পুরুষশাসিত।

পুলওয়ামাতে সন্ত্রাসের জেরে হুমকি ও হয়রানির মুখে সারা দেশের কাশ্মীরি মানুষ ও পড়ুয়ারা

শুক্রবার চণ্ডীগড়ের এই লেফটেন্যান্ট নিজের ১১২তম হেলিকপ্টার ইউনিটের ছ'মাসের পাঠক্রম সম্পন্ন করেন ইয়েলাহাঙ্কার বায়ুসেনা স্টেশনে।

যে কোনও বিমানের ফ্লাইট ক্রুয়ের একজন সদস্য হিসাবে তার জটিল ব্যবস্থা দেখাশোনার দায়িত্বে থাকেন ফ্লাইট ই্ঞ্জিনিয়ার।

তিনি ২০১৫ সালের ৫ জানুয়ারি আইএএফ-এর ইঞ্জিনিয়ারিং শাখায় আসেন এবং ফায়ারিং দলের প্রধান হিসাবে এবং এয়ার মিসাইল স্কোড্রন হিসাবে সামনে থেকে কম্যান্ডার হিসাবে দায়িত্ব সামলেছেন।

প্রবল কঠোর ট্রেনিংয়ের সময়ে তিনি যে দায়িত্ববোধ ও মনঃসংযোগ দেখিয়েছেন তাই ফল এটা, বলে মন্তব্যে জানানো হয়েছে।

জানা গিয়েছে তিনি শৈশবে সৈন্য বা মহাকাশচারী হওয়ার স্বপ্ন দেখতেন।

বোরখায় ছদ্মবেশে মহিলাদের শৌচালয়ে ঢুকলেন সরকারি কর্মচারী এই পুরুষ, তারপর?

হিনার বাবা ও মা ডিকে জওসওয়াল ও অনিতা জওসওয়াল একে ব্যাখ্যা করেছেন, ‘‘স্বপ্ন সত্যি হওয়া' হিসাবে।

ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসাবে তিনি আইএএফ-এর অপারেশনাল হেলিকপ্টার ইউনিটে পোস্টিং পাবেন। সিয়াচেনের হিমবাহ থেকে আন্দামান সর্বত্রই হিনাকে কর্তব্য পালনের জন্য যেতে হবে বলে জানা গিয়েছে।

শেষ কয়েক দশকে ভারতীয় প্রতিরক্ষা বিভাগে বহু ক্ষেত্রেই মেয়েরা এগিয়ে এসেছেন।

১৯৯৩ সাল থেকে ভারতীয় বায়ুসেনা মহিলা অফিসার নিয়োগ শুরু করে। তাদের পাইলট হিসাবে ট্রেনিংও দেওয়া হয়।


আরও খবর দেখুন এখানে

.