This Article is From Sep 14, 2019

সমস্ত ভাষাকে সম্মান করা উচিত, তবে মাতৃভাষার বিনিময়ে নয়, বললেন মুখ্যমন্ত্রী

Hindi Diwas: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, পাশাপাশি তিনি বলেন, হিন্দিই হল সেই ভাষা, যা গোটা দেশকে একত্রিত করতে পারবে

সমস্ত ভাষাকে সম্মান করা উচিত, তবে মাতৃভাষার বিনিময়ে নয়, বললেন মুখ্যমন্ত্রী

Hindi Diwas: মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সমস্ত মানুষের উচিত, সব ভাষা এবং সংস্কৃতিকে সম্মান করা উচিত

কলকাতা:

শনিবার হিন্দি দিবসের (Hindi Diwas) ভাষণে, হিন্দিকে জাতীয় ভাষাকে হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঠিক এদিনই কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বললেন, সমস্ত মানুষের উচিত, সব ভাষা এবং সংস্কৃতিকে সম্মান করা, তবে তা মাতৃভাষার বিনিময়ে নয়। এদিনই, ভাষণে দেশের জন্য একটি ভাষা চালু করার দাবি তোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, পাশাপাশি তিনি বলেন, হিন্দিই হল সেই ভাষা, যা গোটা দেশকে একত্রিত করতে পারবে। হিন্দি দিবসের শুভেচ্ছা জানিয়ে ট্যুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “হিন্দি দিবসে সবাইকে শুভেচ্ছা।  সমস্ত ভাষা এবং সংস্কৃতি আমাদের সমানভাবে সম্মান করা উচিত। আমরা অনেক ভাষা শিখতে পারি, তবে আমাদের কখনই মাতৃভাষাকে ভুলে যাওয়া উচিত নয়”।

হিন্দিতে বেশ কয়েকটি ট্যুইটে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লেখেন, “ভারতের অনেক ভাষা রয়েছে, এবং প্রত্যেক ভাষারই তার নিজস্ব গুরুত্ব রয়েছে। তবে গোটা দেশের একটি অভিন্ন ভাষা থাকা প্রয়োজন, তার ফলে আন্তর্জাতিকক্ষেত্রে ভারতের পরিচিতি তৈরি হবে”।

শনিবার অমিত শাহ বলেন, কোনও ভাষা যদি দেশকে একত্র করতে পারে, সেটা হল হিন্দি, যা দেশে বেশী ব্যবহার হয়। ট্যুইটে তিনি লেখেন, “মানুষের কাছে আমি আহ্বান করতে চাই, তাদের মাতৃভাষাকে এগিয়ে নিয়ে যেতে, এবং সেই সঙ্গে হিন্দিরও ব্যবহার করতে, যাতে মহাত্মা গান্ধি এবং সর্দার বল্লবভাই প্যাটেলের এক ভাষার স্বপ্ন পূরণ হয়”।

হিন্দি হোক ভারতের জাতীয় ভাষা, হিন্দি দিবসে প্রস্তাব অমিত শাহের

পরে নয়াদিল্লিতে “হিন্দি দিবস”-র একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের  প্রত্যেকটি মানুষ এবং প্রত্যেকি বাড়িতে হিন্দির ব্যবহার হওয়া উচিত।

১৯৪৯-এ হিন্দিকে দেশের অফিসিয়াল ভাষা হিসেবে তুলে ধরার জন্য যে সংবিধানসভা তৈরি করা হয়, তাকে স্মরণ করেই হিন্দি দিবস পালন করা হয়। ১৯৫৩-এ প্রথম হিন্দি দিবস পালিত হয়।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.